প্রতি বছরের মতো এবারও বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে, আগামী ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের উৎসব। ‘বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে বেহালা সাংস্কৃতিক সম্মিলনী। অনুষ্ঠানটির নিবেদক একটি জনপ্রিয় অলংকার প্রস্তুতকারী সংস্থা।
এবার এই অনুষ্ঠান পা রাখল নবম বর্ষে। প্রতিদিন সন্ধে ৫টা ৩০মিনিট থেকে শুরু হবে এই অনুষ্ঠান এবং চলবে চারদিন।
‘বেহালা ক্ল্যাসিক্যাল ফেস্টিভ্যাল’-এর পথ চলা শুরু হয়েছিল ২০১৩ সালের মার্চ মাসে এবং পন্ডিত রবি শঙ্কর-কে স্মরণ করে। এবারের নবম বছরের উদযাপনে, সুরের ছটায় মঞ্চ আলোকময় করবেন পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পন্ডিত বিক্রম ঘোষ, পন্ডিত শুভেন চ্যাটার্জি, ভেঙ্কটেশ কুমার, পন্ডিত কুমার বোস, পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, পন্ডিত কুশল দাস, সরওয়ার হুসেন, রাকেশ চৌরাসিয়া, রাহুল শর্মা, কৌশিকি চক্রবর্তী, জ্যোতি গোহো, সংযুক্তা দাস সহ মোট ছাব্বিশ জন শিল্পী।
এই উৎসবের উদবোধনের দিন অর্থাৎ ৯ ই জানুয়ারী, নিবেদক সংস্থার পক্ষ থেকে পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে প্রদান করা হবে ‘শ্যাম সুন্দর সর্বোত্তম সম্মান’। বিগত বছরগুলিতে জীবনকৃতি সম্মানে সম্মানিত হয়ে এসেছেন সমাজের নানা পেশার গুণীরা। উস্তাদ আমজাদ আলী খান, পন্ডিত বিরজু মহারাজ, আনন্দজি বিরজি শাহ, পি কে.ব্যানার্জি, পন্ডিত বিশ্বমোহন ভাট, কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ প্রমুখ পেয়েছেন এই সম্মান।
একটা সময় ছিল, যখন বেহালায় কোনও শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হতো না। সেই থেকেই এই অনুষ্ঠানের ভাবনা বলে জানিয়েছেন আয়োজকরা। অতএব, শীতের মরসুমে শহর কলকাতার এই অনুষ্ঠান, শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের কাছে সত্যিই এক পরম প্রাপ্তি ঘটতে চলেছে বলেই মনে হয়।
——