করোনা প্রভাবিত এই বদলে যাওয়া সময়ে ইতিহাস সাক্ষী রইল নয়া মোড়কের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের৷ গত কাল অফিশিয়ালি উদ্বোধন হল এবারে ২৬তম ফিল্ম ফেস্টিভ্যালের৷ প্রত্যেকবারের মতো সশরীরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শাহ রুখ খান৷ কিন্তু ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের  আমন্ত্রণ ফেলতেও পারেননি, তাই ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান ৷

তাঁকে বাংলাতে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল, ‘কেমন আছো শাহরুখ, ভালো আছো তো?’  দিদির প্রশ্নের উত্তরটাও বাংলাতেই দেন শাহ রুখ। কোভিড আবহে চলচ্চিত্র উৎসবে সশরীরে উপস্থিত না থাকতে পারার জন্য আফসোস করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। কিং খান বলেন, ‘মহামারী শিখিয়েছে, পরিবার অনেক দামী। কলকাতা আমার পরিবার, পশ্চিমবঙ্গ আমার পরিবার। শীঘ্রই কলকাতায় যাব, সকলের সঙ্গে দেখা করব।’  মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, ‘রাখিতে কিন্তু আসতেই হবে।’  দিদির অনুরোধে সায় জানান শাহ রুখও।

অনুষ্ঠানের শুরুতেই  কিছু সিনেমার ভিডিয়ো কোলাজে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। আকারে ছোটো হলেও ছবি প্রদর্শন নিয়ে কোনওরকম কার্পণ্য করা হয়নি এবারও। তবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরিবর্তে অনুষ্ঠিত হয়েছে নবান্নর সভাঘরে।

৫০ শতাংশ নয়, ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখানো হবে, তবে সুরক্ষা হিসাবে বারবার স্যানিটাইজ করা হবে আসন গুলি—কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ— একটা সিনেমা শেষ হওয়ার সঙ্গেসঙ্গেই স্প্রে করতে হবে। তাতে সকলে নিরাপদ বোধ করবেন। তবে সিনেমা দেখতে আসতে হবে মাস্ক পরেই।

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার চলচ্চিত্র উৎসবে ই-টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী কমিটিতে থাকা শিল্পীদের অনুরোধ করেন, যাঁরা ই-টিকিট কাটতে পারেন না, তাঁদের যেন সহায়তা করা হয়। পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সকলকে সাহায্য করার জন্য এবার বিশেষ সহায়তা কেন্দ্র থাকছে। এদিন পরিচালক অনুভব সিনহা সহ চলচ্চিত্র উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে ভুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতিমতো ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য শাহ রুখ খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, যাঁরা সিনেমায় কাজ করেন, তাঁদের জীবন কিন্তু সহজ নয়। তাঁদের কাজটিও প্রচুর পরিশ্রমসাপেক্ষ। অনেককিছু ত্যাগ করতে হয়। এদিন আত্মবিশ্বাসের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টলিউড একদিন বলিউড কেন হলিউডকেও পাল্লা দেবে। তাঁর মতে, বাংলায় প্রচুর প্রতিভা আছে।

এ বারের এই উৎসবের বিশেষ আকর্ষণ ‘স্পেশাল স্ক্রিনিং’ বিভাগের তিনটে বিশেষ ছবি। তিনটি ছবি হল—‘সুইমিং আউট টিল দ্য সি টার্নস ব্লু’, ‘মি রাকসাম’ আর ‘লালি’।

আরো গল্প পড়তে ক্লিক করুন...