সইফ আলি খান ও প্রভাস অভিনীত বিগ বাজেট ছবি আদীপুরুষের শুটিং শুরু হতে যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই এই ছবি ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছিল৷এবার ভূষণ কুমার প্রযোজিত এবং ওম রাউত পরিচালিত এই আদিপুরুষ ছবির সেটে ভয়াবহ আগুন লেগেছে বলে খবরে প্রকাশ৷ দমকলকর্মীরা তাঁদের পরিমাপের ভাষায় একে দ্বিতীয় ধাপ অর্থাৎ গুরুতর অগ্নিকাণ্ড বলেই বিশ্লেষণ করেছেন!
মঙ্গলবার গোরেগাঁও শহরতলির একটি ফিল্ম স্টুডিওয় আদিপুরুষ ছবির শুটিং শুরু হয়েছিল। সেটে উপস্থিত ছিলেন পরিচালক রাউত এবং অন্য কলাকুশলীরা।তখনই ঘটে যায় এই অগ্নিকাণ্ড৷রামায়ণের কাহিনিভিত্তিক এই ছবিতে রামের চরিত্রাভিনেতা প্রভাস বা রাবণের চরিত্রে অভিনয় করা সইফ আলি খান, সৌভাগ্যক্রমে সেখানে ছিলেন না। তারকাদের উপস্থিতি-বর্জিত কিছু সাধারণ ঘটনার দৃশ্যায়ণ চলছিল স্টুডিওতে।
বিকেল ৪টে বেজে ১০ মিনিটের কাছাকাছি স্টুডিওয় আগুন লাগে।মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে যে, দমকলের ৮টি গাড়ি ৪টি জলের ট্যাঙ্ক নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। খবর বলছে যে আগুন নেভাতে তাঁদের রীতিমতো বেগ পেতে হয়েছিল। তবে এই ঘটনায় শুটিং টিমের কেউ আহত হননি, সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন পরিচালক রাউত।
এই ছবিতে বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সইফ । ওম রাউতের পরিচালনায় আদিপুরুষ ছবিতে লঙ্কেশ নামক এক দানবের চরিত্রে অভিনয় করছেন তিনি । এর আগে ওম রাউতের সঙ্গে তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেতা ।
লঙ্কেশ ছিল বিশ্বের সর্বাপেক্ষা বুদ্ধিমান এক দানব যে ৭০০০ বছর আগে পৃথিবীতে রাজত্ব করত। অ্যাকশনে দৃশ্যে ভরপুর এই ছবিতে নায়ক প্রভাসের বিরুদ্ধে তলোয়ার হাতে সম্মুখ সমরে নামতে চলেছেন সইফ । নিজের বিবৃতিতে কিছুদিন আগে সইফ জানিয়েছিলেন যে, এমন অভূতপূর্ব প্রোজেক্ট এবং চরিত্রের অংশ হতে পেরে তিনি রীতিমতো উত্তেজিত ।
এদিকে রাবণকে ‘হিরো’র তকমা দিয়ে দিন কয়েক আগেই সমালোচনার মুখে পড়েছিলেন সইফ আলি খান, যার জেরে গেরুয়া শিবিরের নেতা রাম কদমের রোষানলেও পড়তে হয়েছিল বলিউডের নবাবজাদাকে। সইফকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা মুকেশ খান্নাও। বিতর্কিত সেই মন্তব্যের জেরেই আইনি বিপাকে পড়েছিলেন সইফ আলি খান।
২০২২-এর সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছবিটির ।রাম-রাবণের যুদ্ধকেই আধুনিকতার মোড়কে এই ছবিতে পেশ করতে চলেছেন পরিচালক।রাবণের সীতাহরণের দৃশ্যটিও ন্যায়সঙ্গত ভাবে দেখানো হবে এখানে । পাশাপাশি রাবণের বোন সুর্পণখার নাক কাটার প্রতিশোধের কাহিনি হিসাবেই রাম-রাবণের যুদ্ধ দেখানো হবে। অ্যাকশন আর ভিএফএক্সে ভরপুর হবে এই ছবি। কিন্তু এই লঙ্কাকাণ্ড থুড়ি আগ্নিকাণ্ড হঠাত কী ভাবে ঘটে গেল, তা নিয়ে সকলেই বেশ ধন্দে৷কারণ আগুন ঠিক কী ভাবে লেগেছিল, তা এখনও স্পষ্ট জানা যায়নি!