আজ ওটিটি প্ল্যাটফর্ম ‘ডন সিনেমা’-তে মুক্তি পেতে চলেছে ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ ছবিটি। বলিউডের এই বায়োপিক-টির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। টলিউডের পর বলিউডে ছবি পরিচালনার কাজ শুরু করেছেন এই বাঙালি পরিচালক। এই ছবিতে কাজ করেছেন এক বাঙালি অভিনেতাও। তাঁর নাম রণজয় বিষ্ণু।
গত ৯ ফেব্রুয়ারি ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হল কলকাতার কোয়েস্ট মল-এর আইনক্স-এ।এই উপলক্ষে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক মিনা শেঠি মন্ডল,নির্দেশক শুভেন্দু রাজ ঘোষ, চিত্রনাট্যকার রাশিদ ইকবাল, রণজয় বিষ্ণু , পাপিয়া অধিকারী, কাঞ্চনা মৈত্র প্রমুখ।
পরিচালক শুভেন্দু রাজ ঘোষের শুরুটা বাংলা ছবি দিয়ে হলেও, বর্তমানে একাধিক বলিউড ছবি পরিচালনার কাজে ব্যাস্ত। এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন রাশিদ ইকবালের মতো স্ক্রিপ্ট রাইটার। এর আগে ইকবাল একাধিক হিট বলিউড ছবির স্ক্রিপ্ট লিখেছেন। গত বছর ১৫ আগস্ট ফাইনাল ডেট ছিল রিলিজের। লকডাউনের কারণে তখন সকলেই গৃহবন্দি, সব কাজই বন্ধ হয়ে গিয়েছিল।
এই ছবি আদতে একটি অরাজনৈতিক ছবি, বলা চলে উত্তর প্রদেশের গ্রাম-জীবনের পটভূমিকায় তৈরি মুলায়ম নামের একটি সাধারণ অ্যামেচার কুস্তিগিরের কাহিনি। এক চাষির ছেলের গল্প, যিনি পরবর্তীকালে একজন শিক্ষক হয়ে ওঠেন এবং কালক্রমে ‘নেতা’ হিসাবে পরিচিতি পান।বস্তুত এই অনুপ্রেরণামূলক ছবির মধ্যে দিয়ে, উঠে এসেছে মুলায়ম সিংয়ের জীবনের নানা অজানা কাহিনি।
ছবিতে রণজয় অভিনীত চরিত্রটার নাম অজিত সিং।দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চরণ সিং-এর ছেলের চরিত্রে অভিনয়। ষাট ও সত্তরের দশকে জাতীয় তথা উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম মুখ ছিলেন ভারতীয় জনতা দলের নেতা চরণ সিং। অজিত সিং বিদেশ থেকে পড়াশোনা করে আসা, মুলায়াম সিং যাদবের সময়কার একজন রাজনৈতিক নেতা। তিনি রাষ্ট্রীয় লোকদল পার্টির প্রতিষ্ঠাতাও।
চরণ সিং-এর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা গোবিন্দ নামদেব। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন বলিউডের অনেক স্বনামধন্য অভিনেতারা। মুলায়ামের সিং- এর চরিত্রে রয়েছেন অমিত শেঠি। মুলায়মের ছোটো ভাইয়ের চরিত্রে দেখা যাবে মিঠুন-পুত্র মিমো-কে। আর আছেন জরিনা ওয়াহাব, মুকেশ তিওয়ারি সহ অনেকেই।