পর্দায় আবির্ভাব ঘটতে চলেছে এবার অভিনেতা আমির খানের জ্যেষ্ঠ পুত্র, জুনেইদ খানের। বলিউডে তাঁর অভিষেক নিয়ে এতদিন গুঞ্জন চললেও এবার সব কৌতুহলের অবসান হলো। জুনেইদের প্রথম ছবির নাম ‘মহারাজ’। মহারাজ সিনেমাটি গুজরাতের লেখক ও সমাজ সংস্কারক কর্সনদাসের জীবনীর ওপর নির্মাণ করা হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা।সম্প্রতি শুরু হয়েছে সিনেমার শুটিং, প্রযোজক যশ রাজ প্রোডাকশনস।

এই প্রযোজনা সংস্থা অতীতে অনুষ্কা শর্মা, রনবীর সিং সহ অনেক বড়ো বড়ো তারকাদের বলিউডে লঞ্চ করিয়েছে। এবার জুনেইদের জন্য তারা বেছে নিয়েছেন একটি পিরিয়ড পিস। ১৮৬২ সালের মহারাজ লাইবেল মামলার ওপর সিনেমা-টি তৈরি হচ্ছে। এই সিনেমার জন্য মুম্বইয়ের মাড আইল্যান্ডে বিশাল সেট তৈরি হয়েছে।

ছবির প্রস্তুতি হিসেবে, জুনেইদ রীতিমতো ওয়ার্কশপ করেছেন। চাঞ্চল্যকর ‘মহারাজের মিথ্যা মামলা’র ওপর নির্মিত এই ছবিতে, এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে পেরে বেশ এক্সাইটেড এই তরুণ অভিনেতা। জানিয়েছেন, এই সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে দীর্ঘ ৫ মাস ধরে প্রস্তুতি নিতে হয়েছে।

২৫ জানুয়ারি ১৮৬২ সালে বম্বে হাইকোর্টে সাংবাদিক করসানদাস মুলজি, যিনি সত্যপ্রকাশ নামে এক সংবাদপত্রের সাংবাদিক ছিলেন এবং তার পাবলিশার নানাভাই রুস্তমজি রাণিনা। এক ধর্মগুরুর, তাঁর শিষ্যাদের নিয়ে যৌন কেলেঙ্কারির খবর ছাপানোর জন্য রাণিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানা গিয়েছে, আমির খানের পুত্র জুনেইদ, এই সাংবাদিক মুলজির ভূমিকায় অভিনয় করবেন।

জুনেইদ দীর্ঘদিন ধরে থিয়েটারে অভিনয় করেছেন এবং বেশ কিছু সফল নাটক উপহারও দিয়েছেন। স্টেজ থেকে তিনি সরাসরি পর্দায় আসতে চান বলে কিছুদিন আগে ইচ্ছাপ্রকাশ করেছিলেন।এবার রুপোলি পর্দায় তাঁর সেই নতুন জীবন শুরু করছেন যশ রাজ ফিল্মসের মাধ্যমে। জুনেইদ ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন, অর্জুন রেড্ডি, অভিনেত্রী শালিনী পান্ডে, শর্বরী ওয়াগ, এবং জয়দীপ আহলাওয়াত।

আরো গল্প পড়তে ক্লিক করুন...