ফ্যাট? সো হোয়াট? কখনওই কমপ্লেক্স-এ ভুগবেন না আপনি মোটা বলে। স্লিমিং করার জন্য ডায়েট করে আপনি ক্লান্ত। জিম-এ ঘাম ঝরিয়েও বিশেষ তফাত হয়নি চেহারার বলে ভেঙে পড়বেন না। প্লাস সাইজেও আপনি ফ্যাশনেবল হয়ে উঠতে পারবেন, যদি নিজেকে ব্যক্তিত্বপূর্ণ ভাবে প্রেজেন্ট করেন। অ্যাটিটিউডটাই আসল। যেটার উপরেই নির্ভর করবে আপনি কীভাবে নিজেকে ক্যারি করছেন।
সময় বদলেছে। মানুষের দৃষ্টিভঙ্গিতেও বেশ কিছুটা পরিবর্তন এসেছে। স্থূলকায়াদের কেউ আর পৃথক ভাবেন না। সুতরাং আগে যেমন পৃথুলাদের ভাবতে হতো, কী ধরনের পোশাক তারা পরবেন, এখন আর সেই ভাবনাটা নেই। যে-কোনও আধুনিক পোশাকও তারা পরছেন এবং কেউ মুখটিপে হাসছে না। সত্যি বলতে কী, ফ্যাশনের জগতে তাদের অ্যাকসেপট্যান্সটাও বেড়ে গেছে। ফ্যাশন উইক ফর প্লাস সাইজ প্রভৃতি শো-তে, র্যাম্প-এ হাঁটছেন পৃথুলারা। তাই আপনিও সমস্ত কমপ্লেক্স মন থেকে ঝেড়ে ফেলে পোশাক নির্বাচন করুন।
রাস্তায় বেরোলে দেখবেন প্রতি দশজনের মধ্যে অন্তত দু-জন প্লাস সাইজ পোশাক পরে আছেন। লাইফ স্টাইলের প্রভাবে স্থূলতা আসাটা অস্বাভাবিক নয়। মহিলারা আজকাল বাড়িতে সময় নিয়ে রান্না করা খাবারের বদলে ফাস্ট ফুড, প্যাকেজড্ ফুড এবং সর্বোপরি জাংক ফুড-এর উপর বেশি নির্ভরশীল। এই জন্যই কম বয়সেই বাড়তি ওজন চেপে যায় শরীরে।
তাই চাহিদার কথা মাথায় রেখে প্লাস সাইজ গারমেন্টস-এর সম্ভারেও এখন বেশ বিস্তার ঘটেছে। সাধারণ ওভার সাইজড পোশাকের পাশাপাশি, সেক্সি পার্টি ওয়্যারও এখন পাওয়া যায়। ডিজাইনাররাও নিত্য নতুন ভাবনায় পোশাক প্রস্তুত করছে স্থূলকায়াদের জন্য। ফলে এক্সক্লুসিভ পোশাক এখন পৃথুলারাও পরতে পারেন।
সঠিক পোশাকের নির্বাচন
প্লাস সাইজ মহিলাদের উচিত সঠিক পোশাকটি নির্বাচন করা, যাতে তাদের দেখতে সুন্দর লাগে। কারণ মেদবহুল শরীর হলেও পোশাকের ফিটিং স্মার্ট লুক দিতে সাহায্য করে। কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার পোশাক চয়ন করার আগে।
- ফ্লোরাল প্রিন্ট বা প্লেন, যে কোনওটি-ই পরা যেতে পারে, শুধু পোশাকের ফ্যাব্রিক-এর বিষয়টি দেখে নেওয়া উচিত। রং-টাও বিবেচনা করা খুব জরুরি
- ন্যাচারাল ফ্যাব্রিক, সিল্ক, সফ্ট কটন, লিনেন, নাইলন, লায়াক্রা প্রভৃতি বেশি ভালো হবে পৃথুলাদের জন্য
- সবসময় ‘এ’ শেপ-এর পোশাক নির্বাচন করুন। তুলনামূলক ভাবে রোগা দেখতে লাগবে। এছাড়া টিউনিক উইথ লেগিংস, টপ উইথ জিন্সও পরা চলতে পারে।
- লেয়ারিং করা পোশাক প্লাস সাইজের জন্য আদর্শ।ঞ্জএগুলি পরলে দেহের অবয়ব পরিষ্কার বোঝা যায় না। এর সঙ্গে লেস-এর বর্ডার ও হালকা এমব্রয়ডারি ভালো দেখতে লাগে।
- পোশাকে লম্বালম্বি স্ট্রাইপ থাকলে স্থূল চেহারায় কৃশ লুক আসে। এতে স্লিম ও লম্বা দেখায়।
- ডার্ক কালার আর ছোটো প্রিন্ট-এর পোশাক নির্বাচন করা ভালো।
- প্যান্ট কেনার সময়, ডেনিম, রেয়ন, কটন প্রভৃতি কেনা উচিত।
বিদেশের মতোই এদেশেও প্লাস সাইজ পোশাকের চাহিদা দিনে দিনে বাড়ছে। ডিজাইনারদের কাছে এখন এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে তাঁরা কীভাবে ভিন্ন রং ও ডিজাইন ব্যবহার করে এক্সক্লুসিভ এবং স্টাইলিশ প্লাস সাইজ পোশাক বানাবেন। সাম্প্রতিক ল্যাকমে ফ্যাশন উইক-এ প্রচুর প্লাস সাইজ মডেল অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৭ জন নির্বাচিত হন। ডিজাইনার ভ্যানডেল রড্রিক্স বলেন, ‘প্রত্যেক মহিলারই অধিকার আছে নিজেকে সুন্দর দেখানোর। তা তিনি পৃথুলাই হোন বা রোগা। আমি সবার জন্যই পোশাক তৈরি করি যাতে সকলেই নিজেদের ফ্যাশনেবল করে তুলতে পারেন। সকলেই স্বচ্ছন্দে সেই পোশাক ক্যারি করেন –এটাই আমার স্যাটিসফ্যাকশন। প্রত্যেকটি দেশের নিজস্ব পরম্পরা ও সংস্কৃতি আছে। আমি সেটার ভিত্তিতেই ড্রেস ডিজাইন করি। আমি নানা দেশে, নানা শহরে ঘুরে বেড়াই সেখানকার সংস্কৃতিকে জানার জন্য। প্লাস সাইজ এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি ঠিকই, কিন্তু এখন মানুষ সচেতন হচ্ছেন যে প্লাস সাইজের ডিজাইনার ওয়্যারও পাওয়া যায়।’
পার্টি ওয়্যার নির্বাচন
প্লাস সাইজের মহিলারা পার্টি ওয়্যার নির্বাচনের সময় কয়েকটা কথা মাথায় রাখবেন–
- সর্বপ্রথম এটা বিবেচনা করুন, কোন পার্টিতে কোন অনুষ্ঠান উপলক্ষ্যে আপনি যাচ্ছেন। সেই মতো পরিধান নির্বাচন করুন। শরীরের আয়তন অনুযায়ী কাপড় কিনুন। কেনার আগে এক্সপার্ট-এর মতামত নিন
- শরীরের কোন অংশটা ঢেকে রাখবেন, আর কোনটা হাইলাইট করবেন আগে থেকে ভেবে নিয়ে তারপর পোশাক বানান
- স্ট্রাপলেস ড্রেস কিনবেন না। ভি নেকলাইন ও ফুল স্লিভ পোশাক নির্বাচন করুন
- সঠিক আন্ডার গার্মেন্টস্ পরুন যাতে পোশাক আপনার শরীরে ঠিকমতো ফিট হয়।
- iরং আপনার কমপ্লেকশন অনুযায়ী নির্বাচন করুন।