আমি ২৪ বছর বয়সি, অবিবাহিতা। আমি একটি বিদেশি সংস্থায় ভালো পদে কর্মরত। আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং ছেলেটি জয়পুরে চাকরি করে। আমার কাকার শালা সম্বন্ধটা নিয়ে এসেছিলেন। একমাস আগে ছেলেটি কলকাতায় ছুটি নিয়ে আসতে, মা-বাবা আমাদের আশীর্বাদ পর্ব-ও সেরে রেখেছেন। হঠাৎই কিছুদিন আগেই জানতে পেরেছি, ছেলেটির বাড়ি থেকে যা-যা তথ্য দেওয়া হয়েছিল তার বেশিরভাগই মিথ্যা। ছেলেটির বয়স, কতদূর পড়াশোনা, কী সম্পত্তি রয়েছে সবই আমাদের কাছে মিথ্যা বলা হয়েছে। আমি আর আমার ভাই চাই এই সম্পর্ক ভেঙে দেওয়া হোক কিন্তু মা-বাবা চাইছেন যেহেতু আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা সকলেই বিয়ের কথা জেনে গেছেন– তাই এখন বিয়ে ক্যানসেল করলে বদনাম হয়ে যাবে। আর বিয়ে একবার ভেঙে গেলে, নতুন সম্বন্ধ-ও আর আসবে না। খুব সমস্যায় আছি। কী করা উচিত আমাদের?

খুব ভালো হয়েছে বিয়ের আগেই সবকিছু আপনারা জানতে পেরেছেন।সময় থাকতে পাত্রপক্ষের মিথ্যা ধরা পড়ে গেছে সুতরাং এই বিয়ে ভেঙে দেওয়াই উচিত হবে। এই বিয়ে যদি হয়ও আপনি কিছুতেই সুখী হতে পারবেন না। মিথ্যার উপর কোনও সম্পর্ক টিকে থাকতে পারে না। যারা আপনার ভালো চায় তারা পুরো ব্যাপারটা জানতে পারলে আপনার জন্য খুশিই হবে। আর বাকি লোকেরা কী ভাবল তাই নিয়ে আপনি নিজের জীবনের ঝুঁকি নিতে পারেন না। বাইরের লোক দু-চারদিন এই নিয়ে কথা বলবে তারপর সবাই সবকিছু ভুলে যাবে। নতুন সম্বন্ধ আসতে হয়তো সামান্য বিলম্ব হতে পারে কিন্তু আপনার বয়স কম, তাছাড়া আপনি বড় চাকরিও করেন সুতরাং এত তাড়াহুড়োরও কোনও প্রয়োজন নেই। মা-বাবাকে বোঝান যে, বাইরের লোকেদের কথা ভেবে আপনার জীবন তাঁরা নষ্ট করেন সেটা আপনি একেবারেই চান না। ওনারা নিশ্চয়ই আপনার সঙ্গে একমত হবেন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...