মেলডি কিং কুমার শানু সম্প্রতি তাঁর কণ্ঠে ‘ভিগি ভিগি’ শীর্ষক একটি সিংগল রেকর্ড করলেন৷গানটির স্রষ্টা শিলাদিত্য- রাজ৷লিখেছেন শাব্বির. শীঘ্রই এটি ইউটিউব-এ প্রকাশিত হবে মিনিস্ট্রি অফ মিউজিকের হাত ধরে৷ তারই প্রস্তুতি চলছে জোর কদমে৷
ভিগি ভিগি-র সুরে রয়েছে ৯০-এর দশকের সেই হারিয়ে যাওয়া মেলোডির মূর্ছনা—এমনই দাবি করা হয়েছে সংস্থার তরফে৷ প্রেমের বার্তা বহন করবে এই গান৷ এই অস্থির সময়ে উদ্বেল হৃদয়কে পরম শান্তির অনুভূতি দিতে পারে একমাত্র সংগীতই৷ এই গান সেই সুবাদে একটি আশাব্যঞ্জক উপস্থাপনা৷আবেগ ও ভালোবাসার এই সংমিশ্রন, প্রতিটি মনকে ছুঁয়ে যাবে বলেই তাদের বিশ্বাস৷
গানটি সম্প্রতি রেকর্ড করা হয়েছে কলকাতার স্টুডিয়ো ওয়ার্ল্ড-এ৷ সুর সংজোযনায় ছিলেন সোম চক্রবর্তী৷ সমগ্র সংগীত পরিচলনা এবং মিক্সিং-এর গুরুদায়িত্ব তিনিই সামলেছেন৷
‘সুর-ই হল সেই একমাত্র মাধ্যম যার দ্বারা মনের সমস্ত ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়৷ বিশেষ করে ৯০ –এর দশকের সুরগুলিতে মিশে রয়েছে এক আশ্চর্য ম্যাজিক৷ সুরের সেই নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে যাবে এই গান৷আমরা কুমার শানুর সঙ্গে এর আগেও কাজ করেছি. এবারও উনি এই গানটির প্রতি সুবিচার করবেন বলেই আমাদের বিশ্বাস,’ বলছিলেন স্রষ্টা জুটি শিলাদিত্য- রাজ৷
ইউটিউব চ্যানেল হিসাবে নিজেকে বেশ সুপ্রতিষ্ঠিত করে ফেলেছে মিনিস্ট্রি অফ মিউজিক৷ ভালো সংগীত উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়েই তাদের পথ চলা৷ এর আগে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, বাউলসংগীত -সহ নানা ধরনের গান সফল ভাবে উপহার দিয়ে এসেছে তারা৷ এবার কুমার শানুর এই গানটির অপেক্ষায় রয়েছেন শ্রোতারা৷ দেখা যাক ‘ভিগি ভিগি’ সেই আশা কতটা পূরণ করতে পারে৷