ফ্যাশনেবল লুক-এর জন্য সুন্দর নখের প্রয়োজন। কিন্তু অনেকে চাইলেও নখের কোনওরকম স্টাইল করতে পারেন না কারণ তাদের নখ একটু বড়ো করতে চাইলেই ভেঙে যায়। ঘরোয়া উপায়ে অবশ্যই নখের যত্ন নেওয়া যেতেই পারে এবং সুফল তাতে নিশ্চিত। এই পদ্ধতিগুলি ট্রাই করে অনেকেই উপকৃত হয়েছেন৷আপনিও করে দেখুন৷

অলিভ অয়েল এবং লেবুর মিশ্রণ

১ চামচ অলিভ অয়েলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি নখে লাগিয়ে বেশ খানিকক্ষণ মালিশ করতে থাকুন, যতক্ষণ না মিশ্রণের পুষ্টিকর তত্ত্ব নখের ভিতর অবধি প্রবেশ করে।

নুন দিয়ে চিকিৎসা

ভঙ্গুর নখের জন্য নুনের ব্যবহার খুবই কার্যকরী। ২ চামচ নুন, ২ ফোঁটা লেবুর রস এবং বাদাম তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। হালকা গরম জলের সঙ্গে মিশ্রণটি মিশিয়ে নিন। ১০ মিনিট ওই গরম জলে হাত ডুবিয়ে রাখুন। তারপর জল থেকে হাত তুলে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে হাত মুছে নিন। সপ্তাহে অন্তত দু’বার প্রক্রিয়াটি ট্রাই করে দেখুন।

ডিমের কুসুম দুধে মিশিয়ে

নখ ভালো রাখতে পুষ্টির প্রয়োজন যা দুধ এবং ডিমের কুসুমে পর্যাপ্ত পাওয়া যায়। দুধের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে নখে লাগিয়ে শুকোতে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে রগড়ে ধুয়ে ফেলুন। ২-৩ দিনের মধ্যেই তফাত বুঝতে পারবেন।

ভেসলিন

ভেসলিন ত্বক ময়েশ্চারাইজ করে। নখ ভালো এবং সুস্থ রাখতে দিনে দু’বার নখে ভেসলিন লাগান।

 Beautify your Nails

হার্বাল মাস্ক

ঘরোয়া এই প্রক্রিয়াটি নখের যত্নে অত্যন্ত সুফলদায়ক। ১ কাপ গরমজলে ১ ছোটো চামচ ক্যামোমাইল এবং পুদিনার পাতা ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর জলটা ছেঁকে তাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল এবং ২ চামচ গমের আটা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি নখে লাগিয়ে রাখুন। কয়েক দিনের প্রয়োগে নখের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ব্র্যান্ডেড নেলপলিশ-ব্যবহার করুন

মহিলারা নেলপলিশের যথেচ্ছ ব্যবহার করেন। লম্বা এবং সুন্দর নখ রাখতে গেলে সস্তার নেলপলিশ ব্যবহার করা উচিত নয়। ব্র্যান্ডেড কোম্পানির ভালো নেলপলিশ-ই লাগান। সস্তা এবং লোকাল নেলপলিশ নিম্নমানের কেমিক্যাল দিয়ে সাধারণত তৈরি করা হয়। এগুলি নখের ত্বকের ক্ষতি করে এবং নখকে ডিসকালার্ড করে দেয়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...