এ বছর বলিউডের অনেকগুলো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল৷ এ বছরের ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খানের বিগ বাজেট ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই- এর’। সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা দিয়েছিলেন সালমান খান। কিন্তু বর্তমানে ভারতে যে-হারে ক্রমবর্ধমান করোনার গ্রাফ, তাতে আবারও পিছিয়ে যেতে পারে সিনেমাগুলোর মুক্তির তারিখ। দেশে প্রতিদিন প্রায় ২ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন৷ মহারাষ্ট্রে ১৪৪ ধারা লাগু হয়েছে৷ ফলে এখন সিনেমাগুলো মুক্তি দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷তাঁর ছবির মুক্তির বিষয়ে কোনও আশার আলো এই মুহুর্তে দেখছেন না সালমান খান।
সম্প্রতি অভিনেতা সালমান খান ও কবীর বেদী সিনেমাটির মুক্তির বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন। লাইভের এক পর্যায়ে সালমান খান বলেন, “আমরা এখনও ভীষণ চেষ্টা করছি সিনেমাটি যথাসময়ে অর্থাৎ ঈদে মুক্তি দেওয়ার। তবে লকডাউন চলতে থাকলে হয়তো আমরা ‘রাধে’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে বকরি ঈদে নিয়ে যেতে পারি।” সম্ভবত সেই ঘটনাই ঘটতে চলেছে এবার৷
কিছুদিন আগে টুইটারেও নিজের ছবি মুক্তির ঘোষণা করেছিলেন সলমান।লিখেছিলেন, ‘ঈদের কমিটমেন্ট ছিল, ঈদেই আসবে, কিঁউ কি, একবার জো…’।ওই সময়ে ‘রাধে’ ছবির পোস্টারও সামনে এনেছিলেন সলমান। যেখানে সলমনকে একেবারে অ্যাকশনের মুহূর্তে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডেও অ্যাকশন সিকোয়েন্স। হেলিকপ্টার উড়ছে, গোলাবারুদের আবহ। সলমানের লুকও তাক লাগিয়ে দিয়েছিল। পোস্টার দেখেই স্পষ্ট সলমন খানের ছবির জন্য যা যা মশলা থাকে, তার সব উপকরণই রয়েছে ছবিটিতে।
সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এই সিনেমায় সলমান ছাড়াও আরো অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, জারিনা ওয়াহাব এবং রণদীপ হুদা। সিনেমাটি গত বছরের মে মাসের ২২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনার কারণেই তা পিছিয়ে যায়।
সলমানের ঘোষণা শুনেই, সলমান খান ফিল্মসের এক মুখপাত্র বলেছিলেন, ‘সলমান খান ও ঈদের কানেকশন খুব ভালো। রাধের হাত ধরে আমরা সেই ঐতিহ্যটা আবারও ধরে রাখতে পারব। আবারও হলে হাততালি, সিটির আওয়াজ শোনা যাবে। আবারও হাউসফুল বোর্ড ঝুলবে।’
কিন্তু এই সম্ভাবনায় একরকম জল ঢেলে দিল করোনা ভাইরাসের পুনরাগমন৷সলমান আক্ষেপ করেছেন, ‘করোনা ভাইরাসের প্রভাব যদি এভাবে চলতে থাকে, তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি-সহ হলমালিকরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। যার প্রভাব সাধারণ জনগণের মধ্যেও পড়বে।’
অতিমারির আবহে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বহু সিনেমা মুক্তি পেয়েছে। এমনকী একাধিক তারকাখচিত ছবি রয়েছে সেই তালিকায়। সিনেমা হলে মুক্তি পেলে হয়তো ভালোই লক্ষ্মীলাভ হতো কর্তৃপক্ষদের। কিন্তু কোনওরকম ঝুঁকি না নিয়ে অনেকেই এক্ষেত্রে ভরসা রেখেছেন ওয়েব ময়দানের উপর।
কিন্তু ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর মুক্তির আবেদন জানিয়ে অভিনেতাকে চিঠি লিখেছিলেন ছবির প্রদর্শকরা। কারণ, ছবি প্রদর্শকদের একাংশের বিশ্বাস, সলমানের ছবির হাত ধরেই নতুন বছরের বক্স অফিসের অবস্থা ফিরতে পারে।বন্ধ-প্রায় সিনেমা হলগুলির হাল ফেরাতে ভাইজানই ভরসা। কিন্তু বিধি বাম৷আবারও সব পরিকল্পনা ভেস্তে দিল করোনা সংক্রমণ৷
তবে এই প্রসঙ্গে খোদ সলমান কী ভাবছেন? ছবি মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, এই মুহূর্তে এসব নিয়ে তিনি কিছু ভাবছেন না। ছবির থেকেও তিনি দর্শকদের নিয়ে বেশি চিন্তিত। সলমনের কথায়, “এখন মানুষের সুরক্ষাটাই সবচেয়ে আগে। ভগবান না করুন, থিয়েটারে গিয়ে যদি কারও কিছু হয়, সেটা আমরা কেউই মেনে নিতে পারব না”৷