এ বছর বলিউডের অনেকগুলো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল৷ এ বছরের  ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খানের বিগ বাজেট ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই- এর’। সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা দিয়েছিলেন সালমান খান। কিন্তু বর্তমানে ভারতে যে-হারে ক্রমবর্ধমান করোনার গ্রাফ, তাতে আবারও পিছিয়ে যেতে পারে সিনেমাগুলোর মুক্তির তারিখ। দেশে প্রতিদিন প্রায় ২ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন৷ মহারাষ্ট্রে ১৪৪ ধারা লাগু হয়েছে৷ ফলে এখন সিনেমাগুলো মুক্তি দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷তাঁর ছবির মুক্তির বিষয়ে কোনও আশার আলো এই মুহুর্তে দেখছেন না সালমান খান।

সম্প্রতি অভিনেতা সালমান খান ও কবীর বেদী সিনেমাটির মুক্তির বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন। লাইভের এক পর্যায়ে সালমান খান বলেন, “আমরা এখনও ভীষণ চেষ্টা করছি সিনেমাটি যথাসময়ে অর্থাৎ ঈদে মুক্তি দেওয়ার। তবে লকডাউন চলতে থাকলে হয়তো আমরা ‘রাধে’ সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে বকরি ঈদে নিয়ে যেতে পারি।” সম্ভবত সেই ঘটনাই ঘটতে চলেছে এবার৷

কিছুদিন আগে টুইটারেও নিজের ছবি মুক্তির ঘোষণা করেছিলেন সলমান।লিখেছিলেন, 'ঈদের কমিটমেন্ট ছিল, ঈদেই আসবে, কিঁউ কি, একবার জো...'।ওই সময়ে 'রাধে' ছবির পোস্টারও সামনে এনেছিলেন সলমান। যেখানে সলমনকে একেবারে অ্যাকশনের মুহূর্তে দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডেও অ্যাকশন সিকোয়েন্স। হেলিকপ্টার উড়ছে, গোলাবারুদের আবহ। সলমানের লুকও তাক লাগিয়ে দিয়েছিল। পোস্টার দেখেই স্পষ্ট সলমন খানের ছবির জন্য যা যা মশলা থাকে, তার সব উপকরণই রয়েছে ছবিটিতে।

সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেবা। এই সিনেমায় সলমান ছাড়াও আরো অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, জারিনা ওয়াহাব এবং রণদীপ হুদা। সিনেমাটি গত বছরের মে মাসের ২২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনার কারণেই তা পিছিয়ে যায়।

সলমানের ঘোষণা শুনেই, সলমান খান ফিল্মসের এক মুখপাত্র বলেছিলেন, 'সলমান খান ও ঈদের কানেকশন খুব ভালো। রাধের হাত ধরে আমরা সেই ঐতিহ্যটা আবারও ধরে রাখতে পারব। আবারও হলে হাততালি, সিটির আওয়াজ শোনা যাবে। আবারও হাউসফুল বোর্ড ঝুলবে।'

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...