তাঁর অভিনয়ের ঝুলিতে আছে ‘উত্তরা’,‘হঠাৎ নীরার জন্য’ প্রভৃতি সফল ছবি। কিন্তু অনেকদিন বাদে আবার অভিনয়ে ফিরলেন জয়া শীল ঘোষ। আর ফিরেই চমকে দেওয়ার মতো একটি চরিত্রে রূপদান করছেন তিনি।
জয়া যে হিন্দি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন,সেই ছবির নাম ‘দ্য গ্রিন উইন্ডো’। মুম্বই-বেসড পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়-এর এই হিন্দি ছবির শুটিং শুরু হল কলকাতার আলিপুর অঞ্চলে।
ষাটোর্দ্ধ এক মায়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন জয়া। তাঁর চরিত্রের নাম জর্জি। সংসারে একমাত্র উপার্জনকারি সন্তান সাইমনকে হঠাৎই বিদেশে যেতে হয় উপার্জনের তাগিদে। সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়ে যেতে পারলেও, প্রবীণ নাগরিকের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে, মা জর্জিকে সঙ্গে নিতে পারেনি সাইমন। তাই জর্জির ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। আর এই বৃদ্ধাশ্রমে গিয়েই এক নতুন দিগন্ত খুলে যাবে জর্জির। কিন্তু কী সেই দিগন্ত,তাই নিয়েই এই ছবির ক্লাইম্যাক্স বলে জানিয়েছেন পরিচালক ইন্দিরা। প্রসঙ্গত পরিচালক আরও জানিয়েছেন,প্রবীণ নাগরিকদের চোখের সামনে এক নতুন জানালা খুলে দেবে এই ছবি।
জয়া শীল ঘোষ ছাড়াও এই ছবিতে সাইমনের চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়। ছবিটির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন অর্নব রিংগো বন্দ্যোপাধ্যায়। বিক্রম ঘোষ আছেন এই ছবির সংগীত পরিচালকের দায়িত্বে। সম্পাদনার দায়িত্বে থাকবেন অর্ঘকমল মিত্র। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। ‘প্রীতি আগরওয়াল ফিল্মস’–এর ব্যানারে নির্মিয়মান এই হিন্দি ছবিটির সহ-প্রযোজক জয়া শীল ঘোষ। ‘দ্য গ্রিন উইন্ডো’ ছবিটির সাফল্যের ব্যাপারে পরিচালক ইন্দিরা এবং সহ-প্রযোজক-অভিনেত্রী জয়া, দু’জনেই ভীষণ আশাবাদী।
——