প্রতিদিনের ঝক্কি সামলাতে হলে, আমাদের শরীর মন আরও বেশি সুস্থ রাখা দরকার। এর জন্য হাঁটাহাঁটি, দৌড়ানো কিংবা যোগব্যায়াম করা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা কতটা হাঁটলাম, কত ক্যালোরি খরচ হলো বা শারীরিক কসরতের সময় আমাদের হৃদ্পিণ্ড কেমন সাড়া দিলো,এসব জানাও খুব প্রয়োজন। এ প্রসঙ্গে জেনে রাখুন,এখন সময়ের সঙ্গে সঙ্গে  আমাদের স্বাস্থ্যের কথাও জানাবে একটা স্মার্ট ওয়াচ।

দেশের অগ্রণী ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সিস্কা  নিয়ে এসেছে আধুনিক এই স্মার্ট ওয়াচ SW100, যা আমাদের সময় জানাবে, স্বাস্থ্যের খবর দেবে, সঙ্গে সঙ্গে ফোনে আসা মেসেজ, ই-মেল পড়তে, ক্যালেন্ডার-এ ইভেন্ট দেখতে, সোশ্যাল মিডিয়া বা কে কল করছে তা দেখতেও পাওয়া যাবে। সঙ্গে থাকছে ম্যাগনেটিক চার্জার। একবার ফুল চার্জ করলে চলবে এক টানা ১৫দিন। ফোনে মাপা যাবে ব্লাড প্রেসার, হার্ট রেট, কতখানি হাঁটলাম আর তাতে কত ক্যালোরি খরচ হলো, যোগব্যায়াম করার সময় নির্দিষ্ট মোড চালু করলে  শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে সাহায্যও করে, ব্যায়াম করার সময় কখন শ্বাস নেবো আর কখন ছাড়বো, তা হাতে পরে থাকা এই ঘড়িই বলবে।

Lifestyle article
A special way of health awareness

হাঁটা, দৌড়োনো, সাইক্লিং, ভারোত্তোলন  এমন বিভিন্ন কাজের সময় স্টেপস, হার্ট রেট , ক্যালোরি ইত্যাদি মাপার জন্য বিভিন্ন স্পোর্টস মোড  রয়েছে এই ঘড়িতে। পরিমিত পরিমাণ ঘুম হচ্ছে কিনা তাও বলে দেবে এই ওয়াচ। নিজের পছন্দ মতো ঘড়ির ফেসও সেট করা যাবে। উন্নত মানের বডি ও ডিটাচেবল বেল্ট, ঘড়িটিকে আকর্ষণীয় করে তুলেছে। দৌড়োনোর সময়ে ঘাম বা কাজ করার সময় ঘড়িতে জল লাগলেও ভয় নেই।

Grihshobha lifestyle article
A smart watch SYSKA SW100 for health care

IP68 ওয়াটার রেসিস্টেন্ট প্রযুক্তিতে স্মার্ট ওয়াচটিতে জল, ধুলো, কাদা লাগলেও ক্ষতি হবে না। ৩০ মিনিট জলের নিচে ১.৫ মিটার অবধি থাকতে সক্ষম। স্মার্ট ওয়াচটিকে ফোনের সঙ্গে সংযোগ করে সব তথ্য ঘড়িতেই ব্যবহার করা যাবে। ব্যস্ত জীবনে ফোন এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি,  নিজের স্বাস্থ্যের উপরও নজর রাখতে বেছে নিতে পারেন এই স্মার্ট ওয়াচ।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...