ক্রমবর্ধমান করোনা মহামারিতে বর্তমানে ভারতের অবস্থা খুবই উদ্বেগজনক৷অতিমারির এই  দ্বিতীয় ঢেউতে বহু মানুষ আক্রান্ত হয়েছে৷ মৃত এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷পরিস্থিতি যখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে,তখন সাধারণ মানুষ এবং সেলিব্রিটিরাও ঝাঁপিয়ে পড়েছেন সেবার কাজে৷

করোনা আবহে মানুষের হাহাকার যাঁকে সবচেয়ে বেশি বিহ্বল করেছে তিনি হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। গত বছর থেকে মানুষের সেবায় কীভাবে তিনি নিজেকে নিয়োজিত করেছেন, তা আর আজ কারও অজানা নয়৷ কত হাজার-লক্ষ মানুষকে  মানুষকে সাহায্য করেছেন নিজেও তা বলতে পারবেন না। অক্সিজেনের অভাব মেটাতে এ বার ফ্রান্স থেকে চারটি অক্সিজেন প্লান্ট উড়িয়ে আনছেন অভিনেতা। এই প্নান্ট অক্সিজেনের এই চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নেবে৷

দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতির মাশুল গত বছর থেকে দিয়ে এসেছেন বহু পরিবার। যেটুকু বিপর্যয়ের বাকি ছিল তা করে দিল করোনার দ্বিতীয় ঢেউ। শুধুমাত্র অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেলেন তা গুনে শেষ করা যাবে না। সারা দেশ জুড়ে হাসপাতালে বেড এবং অক্সিজেনের জন্য হাহাকার চলছে। সৃতদের স্তূপ জমছে শ্মশানে৷

সোনু এ বিষয়ে বলেন, ‘অক্সিজেনের অভাবে কত মানুষ কষ্ট পাচ্ছে সেটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি। অক্সিজেন সিলিন্ডার ছিল না প্রথমে। আমাদের টিম তা জোগাড় করেছে৷ কিন্তু অক্সিজেন ভরার জায়গার অভাব রয়েছে। তাই অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের যে-অংশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেখানে সবার আগে অক্সিজেন সরবরাহ করা দরকার৷ এই সব জায়গায় প্লান্ট বসানো হলে সিলিন্ডারগুলি কোনও সময়ই খালি থাকবে না৷ সমস্ত হাসপাতালেও অক্সিজেন সরবরাহ বজায় থাকবে। সময় এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। আমাদের হাতে সময় নেই। তবুও চেষ্টা করে চলেছি যত দ্রুত সম্ভব প্লান্ট যাতে বসানো যায়।’

এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সোনুর এই পদক্ষেপ কিছুটা সুরাহা করবে অক্সিজেনের এই বিপুল চাহিদার যোগান দিতে৷সোনু জানিয়েছেন, ‘এখন আমাদের কাছে অক্সিজেন আছে ৷ এবং আমরা ইতিমধ্যেই তা মানুষকে দিতে শুরু করছে ৷ এই অক্সিজেন প্লান্ট থেকে যে শুধুমাত্র হাসপাতলগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে তাই নয়, খালি অক্সিজেন সিলিন্ডার ভর্তিও করা হবে এখানে৷’

ইতিমধ্যেই প্রথম অক্সিজেন প্লান্টের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এবং তা ১০ থেকে ১২ দিনের মধ্যে  তা ফ্রান্স থেকে ভারতে এসে পৌছাবে ৷করোনা পরিস্থিতিতে প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা , অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ এই বিরাট দেশে আক্রান্তদের পাশে দাঁড়ানোর এ এর নজিরবিহিন পদক্ষেপ৷ সোনু বলছেন, “এখন প্রতিটি মিনিট দামী৷ আমাদের লড়াই সময়ের সঙ্গে ৷ আমরা যথাসাধ্য চেষ্টা করছি সময়মতো সব কাজ করতে যাতে আর কারেওর পরিবারে আর মৃত্যু না হয় ৷”

আরো গল্প পড়তে ক্লিক করুন...