করেনা অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ে দেশ যখন বিপর্যস্ত, তখন স্বাভাবিক ভাবেই মুম্বইয়ের তারকা নগরীতেও তার প্রভাব পড়েছে৷ শুটিং বন্ধ দীর্ঘদিন৷ সমাজের বহু সেলেব্রিটি এই দুঃসময়ে  আর্তদের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত ৷ সেই তালিকায় এবার সংযোজোজিত হল আদিত্য চোপড়ার নাম ৷

২০২০ সালে ৫০ তম বর্ষ পূর্ণ করেছে যশরাজ ফিল্মস৷  যশরাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন এবার একটু ভিন্ন ভাবে করার সিদ্ধান্তই নিয়েছেন যশ চোপড়ার পুত্র আদিত্য৷ এই শুভক্ষণ উদযাপনের জন্য যে-অর্থ বরাদ্দ ছিল, তার সবই তিনি দান করলেন কোভিড ত্রাণে৷দীর্ঘদিন স্টুডিয়ো বন্ধ থাকার ফলে, ইন্ডাস্ট্রিতে দৈনিক মজুরিতে কাজ করেন যে-সমস্ত কর্মী, তারাই রয়েছেন সবচেয়ে সংকটজনক অবস্থায়৷ তাদেরই কল্যাণপ্রকল্পে ব্যবহার করা হবে ওই টাকা৷

চোপড়া পরিবারের পরিকল্পনা ছিল এই ৫০ তম বর্ষ বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত করার৷ এই বিপুল খরচ তারা ভিন্ন ভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় অতিমারিতে দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায়৷এই প্রযোজনা সংস্থা তাদের বর্তমান পরিকল্পনানা মাফিক ইন্ডাস্ট্রির ৩০ হাজার কর্মীকে বিনামূল্যে টিকা দিতে প্রস্তুত৷

মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নথিভুক্ত তিরিশ হাজার পরিবারের জন্য টীকা কিনতে চেয়ে সম্প্রতি সরকারের কাছে আবেদনও করেছিল যশরাক ফিল্মস৷ যশরাজ ফিল্মসের এর তরফে বলা হয়েছে এই টিকা পাওয়ার ফলে কর্মীরা নির্ভয়ে কাজে যোগ দিতে পারবেন এবং বহু অসম্পূর্ণ প্রোজেক্ট শেষ করা যাবে এর ফলে৷এ বাবদ তারা টীকাকরণের প্রক্রিয়া শুরু করার জন্য মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে-কে অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে৷

এছাড়া গোরেগাঁওয়ের কয়েক হাজার কোভিডযোদ্ধাকে বিনামূল্যে রান্না করা খাবারের যোগান দিতেও তারা অগ্রণি ভীমিকা নিয়েছে৷অন্ধেরীতে আইসোলেশনে থাকা রোগীদেরও, খাবার পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব নিয়েছে যশরাজের স্টুডিয়ো ৷ ছবির জগতের সঙ্গে যুক্ত অগণিত মানুষের হাতে অর্থসাহায্যও পৌঁছে দেওয়া হবে ৷

একটি এনজিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধে যৌথ ভাবে আরও দুটি সেবামূলক কাজ করবে যশরাজ ফিল্মস ৷ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মহিলা ও প্রবীণদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে পাঁচ হাজার টাকা ৷ এছাড়াও পেশাদারদের পরিবার এক মাস ধরে রেশন পাবেন এই প্রকল্পের মাধ্যমে৷

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...