দিল্লিতে লোকসভার বাদল অধিবেশনের মাঝেই যাদবপুরের সাংসদ তাঁর নতুন ছবির খবর ফাঁস করলেন৷হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী, সাংসদ মিমি চক্রবর্তীকে নিয়ে৷তিনি অভিনয় করতে চলেছেন মৈনাক ভৌমিকের আগামী ছবিতে। ছবির নাম ‘মিনি’।এই ছবিতে কয়েকটি ফার্স্ট-টাইম ঘটনা একসঙ্গে যুক্ত হয়েছে৷ যেমন এই প্রথমবার মিমি কাজ করছেন নির্দেশক মৈনাক ভৌমিকের সঙ্গে৷ এই প্রথমবার প্রযোজক হিসাবে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করছেন সম্পূর্না লাহিড়ি৷ এছাড়া বাংলা ছবির জগতে এমনিতেই নারীকেন্দ্রিক চরিত্র কম হয়। সে দিক থেকে এই ব্যতিক্রমী ছবি তৈরি হচ্ছে মিমিকে কেন্দ্রে রেখে৷মিমির মতে এমন একটি চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন, যেভাবে বাংলা ছবির দর্শক তাঁকে আগে দেখেননি।
এদিকে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি জানিয়েছেন প্রযোজনা করলেও, তিনি নিজে এই ছবিতে অভিনয় করবেন না । ‘স্মল টক আইডিয়াজ’-এর ব্যানারে এই ছবির সহ-প্রযোজক রাহুল ভঞ্জ। ‘ব্যোমকেশ গোত্র’, ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘দুর্গা সহায়’, ‘আসছে আবার শবর’- সহ বেশ কিছু ছবির প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত ছিলেন রাহুল।সুখবর এটাই যে, আগামী দিনে আরও কিছু ছবি নিয়ে হাজির হতে চলেছে এই সংস্থা।
যেহেতু এই ফিমেল-সেন্ট্রিক ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মিমি, স্বভাবতই তিনি বেশ উত্তেজিত৷মিডিয়াকে জানিয়েছেন, ‘মৈনাকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। বিরসা দাশগুপ্তের ক্রিসক্রস ছবি করতে গিয়ে মৈনাকের সঙ্গে আমার প্রথম আলাপ হয়। ওই ছবিতে স্ক্রিপ্ট লিখেছিল ও। লকডাউনে একদিন ফোন করে মৈনাক আমাকে এই ছবির চিত্রনাট্য শোনায়।তখনই চরিত্রটা আমার বেশ পছন্দ হয়ে যায়। আত্মবিশ্বাসে ভরা, স্বাধীনচেতা একটি মেয়ের চরিত্রে অবিনয় করছি আমি, যে আধুনিকা হওয়া সত্বেও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেয়৷।কিন্তু কিছু অভিঘাতের মুখোমুখি হয় সে, যা তার জীবন বদলে দেয়। আশা করি, গল্পটা দর্শকদের ভালে লাগবে৷’
পরিচালক মৈনাক ভৌমিক জানালেন, এই ছবি অম্ল-মধুর স্বাদে ভরা৷ সেই সঙ্গে কিছুটা দুঃখের অনুভূতিও বয়ে আনবে। মিমির সঙ্গে কাজ হবে ভেবে যেমন মৈনাক খুশি, তেমনই মিমিও এই অবসরে নিজেকে ভেঙেচুরে গড়ে নিতে চান নতুন চরিত্রের আদলে।
ছবির বাকি চরিত্রে কারা অভিনয় করবেন সেটা এখনও ঠিক হয়নি।প্রযোজক সংস্থা জানিয়েছে মিমি আগস্টে অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ ছবির শুট করবেন। ‘খেলা যখন’-এর কাজ শেষ হলে শুরু হবে মৈনাকের ছবির কাজ। তবে মৈনাক কোভিডের তৃতীয় ঢেউয়ের গতিবিধি বুঝে তবেই শুটের দিনক্ষণ ঠিক করবেন ।জানিয়েছেন, কোভিডের প্রভাবে যেভাবে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এই মুহুর্তে বিপর্যস্ত, তাতে একটা অনিশ্চয়তা এখনও রয়েই যাচ্ছে৷
চিনি-র সাফল্যের পর টলিউডের একঝাঁক তারকা নিয়ে সদ্য ‘একান্নবর্তী’ ছবির শ্যুটিং শেষ করেছেন মৈনাক।ওদিকে অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘এসওএস কলকাতা’ ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল মিমিকে। তারপর কোভিড পরিস্থিতির মধ্যেই আরও একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবির পরিচালকও অংশুমান। এই অতিমারির পরিস্থিতিতে দাঁড়িয়েও মনোবল হারাননি মিমি৷ তাৰ বক্তব্য ’ যত তাড়াতাড়ি সম্ভব এই ছবির শ্যুটিং শুরু করতে চাই৷ কেরিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি যে-সব চরিত্রে অভিনয়ের অফার পাচ্ছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব। এই সব চরিত্রে আমি নিজের অভিনয়সত্তাকে আরও নতুন ভাবে উপস্থাপন করতে পারব বলে আমার বিশ্বাস।‘