টালিগঞ্জ-এ তাঁর আসাটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ে হাত ধরে। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে কাজও করে ফেলেছেন তিনি। চল কুন্তল বা হামি ছবিতে যথেষ্ট প্রশংশিত হয়েছে তাঁর কাজ। রাতারাতি তাঁকে বিখ্যাত করেছে  রঙ্গবতী আর লাল গেন্দা ফুল-এর নাচ৷কিন্তু এসবের বাইরে কেমন মানুষ দেবলীনা কুমার ? আসুন জেনে নেওয়া যাক৷

 

নানা সময়ে আপনি বলেছেন নাচ আপনার ধ্যানজ্ঞান সেটাই কি আপনাকে অভিনয়ে ক্ষেত্রে নিয়ে এল?

হ্যাঁ নাচ আমি খুব ছোটোবেলা থেকে শিখেছি। একদম ছোটোতে ভরতনাট্যম শিখতাম অর্কদেব ভট্টাচার্যের কাছে। তারপর কিছুদিন ওডিশিও শিখেছিলাম সুতপা তালুকদারের কাছে। কিন্তু বেসিকালি মণিপুরি নিয়ে আমার মাস্টার ডিগ্রি। কলাবতী দেবীর ছাত্রী আমি, ওঁর কাছেই শিখেছি প্রায় ১০-১১ বছর। নাচই আমার মধ্যে পারফর্মিং আর্টস-এর প্রতি আগ্রহটা তৈরি করে।

আমাকে স্টেজে দেখে অনেকেই বলেছেন, আমি ভালো এক্সপ্রেস করতে পারি, ভালো ইমোট করতে পারি। সেটাই আমায় সাহস জুগিয়েছিল অভিনয়ে আসার। কলেজে আসার পর মনে হয়েছিল নতুন কিছু করে দেখাই যাক না। আমাদের বাড়িটা যদিও ভীষণই কনভেনশনাল, যেখানে শুধু পড়াশোনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই অভিনয় শেখার বা সেভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ তেমন হয়নি।

প্রথমবার অভিনয়ে সুযোগটা কীভাবে হয়েছিল?

আসলে আমার বাবা দেবাশিস কুমারের সঙ্গে অনেকেরই পরিচয় আছে ইন্ডাস্ট্রির। কিন্তু উনি কোনও দিনই আমায় কারও সঙ্গে আলাপ করিয়ে দেননি। কেবল একবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় যখন বাড়িতে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে আলাপ হওয়ায় উনি রামধনু ছবিটার প্রিমিয়ারে যাওয়ার জন্য ইনভাইট করেন। সেখানে দেখা হওয়ায় আমি কথায় কথায় জানিয়েছিলাম যে, আমার অভিনয়ে ইন্টারেস্ট আছে।

তারও প্রায় ২-৩ বছর পর উনি আমায় ওঁর শর্টফিল্ম জয়ী-তে কাস্ট করেন। ওটাই আমার প্রথম কাজ, ঋতুপর্ণা সেনগুপ্ত যেখানে আমার টিচার-এর ভমিকায় ছিলেন।

প্রথম কাজেই ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে চাপ কতটা ছিল?

সত্যি বলতে কী ঋতুদি অসম্ভব ভালো একজন মানুষ। অফ দ্য স্ক্রিন এবং অন স্ক্রিনেও। প্রত্যেকটা শটের পরে ঋতুদি বলত খুব ভালো হয়েছে। হয়তো অত ভালো শট দিইনি, কিন্তু এই যে প্রশংসটা, আমায় ভীষণ মোটিভেট করত আরও ভালো করতে। আমি এর আগে কখনও টেলিভিশনেও কাজ করিনি, স্টেজে নাটকও না। একেবারে সরাসরি বড়ো পর্দায় কাজ। ফলে এই মোটিভেশন আমায় খুব হেল্প করেছিল। লকডাউন-এর আগেও যে-ছবিটায় কাজ করছিলাম দত্তা, তাতেও ঋতুদি আছেন। এখনও আমাদের সম্পর্ক ভীষণ ভালো।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...