আজ রাতেই একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আছে সুপর্ণা-র। অফিস কলিগের দাদার বিয়ে। অসুবিধার কিছু নেই কারণ, যাতায়াতের জন্য চারজন মিলে গাড়ির ব্যবস্থাও করে ফেলেছে। গোল বাধল বিয়ে বাড়িতে যাওয়ার জন্যে, পোশাকের সঙ্গে ম্যাচ করে গয়না বাছতে গিয়ে। সোনা পরে আজকাল বাইরে যাওয়া ঝুঁকিপূর্ণ, তাই এইসব অনুষ্ঠানগুলিতে পরে যাওয়ার জন্যে সুপর্ণা প্রায়শই পোশাকের সঙ্গে মিলিয়ে কস্টিউম জুয়েলারি কেনে। অথচ এই মুহূর্তে কোনও কিছুই সুপর্ণা-র পছন্দ হচ্ছে না। কেনার সময় গয়নাগুলির জৌলুস যা ছিল, তার বিন্দুমাত্রও আর অবশিষ্ট নেই। এই গয়না পরে বিয়েবাড়ি কিছুতেই যাওয়া যেতে পারে না। কিন্তু কেন এমন হল, ভেবে কূল পায় না সুপর্ণা।

Grihshobha Fashion tips
Model : Anusua Das

এই ধরনের ঘটনার সম্মুখীন প্রায় সকলকেই হতে হয় কমবেশি। সুতরাং জেনে নিন কস্টিউম জুয়েলারির যত্ন কীভাবে করবেন।

  •  কস্টিউম জুয়েলারি যখনই পরবেন, ফিরে এসে খুলে বাক্সে তোলার আগে, কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দিন। শরীরের ঘামের থেকে গয়নায় দাগ হয়ে যায়।
  • কস্টিউম জুয়েলারি তৈরি হয় বিভিন্ন ধরনের মেটাল দিয়ে। যেমন—- প্লেটেড ব্রাস, তামা, রুপো, স্টিল, ক্রিস্টাল ইত্যাদি। এছাড়াও কাঠ এবং মাটি দিয়েও গয়না তৈরি হচ্ছে। বাজারে পলিশিং প্যাড্স কিনতে পাওয়া যায়, যা দিয়ে খুব সহজে তামা, পিতল, ব্রোঞ্জ, রুপো অথবা হোয়াইট মেটালের (স্টারলিং সিলভার) গয়না অল্প রগড়ে ঝকঝকে করে তোলা যায়।

  • যদি নতুনের বদলে পুরোনো জুয়েলারি দিয়ে কাজ চালাতে হয়,  তাহলে বাড়িতে রাখা রোঁয়া ওঠা গরম কম্বল দিয়ে ধীরে ধীরে গয়নাগুলি রগড়ান। পুরোনো জেল্লা ফিরে আসবে। যদি খুবই পুরোনো গয়না হয়, তাহলে দোকান থেকে পালিশ করানোই ভালো।
  • রুপোর গয়না পরিষ্কার করার জন্য, বাজার থেকে টারনিশ রিমুভার লাগিয়ে গয়নার উপর ধীরে ধীরে রগড়ান। গয়না ঝকঝক করবে।
  • ক্রিস্টালের গয়না হলে বাসন মাজার লিকুইড সাবান দিয়ে, হাত দিয়ে অল্প রগড়ে অথবা পুরোনো নরম টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
  • গয়না পরিষ্কার করার পর পেপার তোয়ালেতে মুড়ে জিপলক ব্যাগের মধ্যে রেখে দিন। প্রত্যেকটি গয়না আলাদা আলাদা করে মুড়ে রাখা উচিত, যাতে একটার সঙ্গে একটা রগড়ে না-যায়। জিপলক ব্যাগের মুখ ভালো করে বন্ধ করতে হবে যাতে বাইরের হাওয়া গয়নার গায়ে না লাগে।
  • বাজারে গয়না পরিষ্কার করার অনেক ধরনের ক্লিনার পাওয়া যায়। যে-কোনও ক্লিনার ব্যবহারের আগে, ওর উপর লেখা নির্দেশাবলী অবশ্যই পড়ুন, কারণ কস্টিউম জুয়েলারিতে অনেক কেমিক্যাল ব্যবহার করা যায় না। সুতরাং প্রথমেই এই ব্যাপারে সাবধান হন।
  • ফ্যাশন জুয়েলারি অল্পেতেই নষ্ট হয়ে যায়। স্নানের সময় অথবা সুইমিং করার সময় এই ধরনের গয়না পরবেন না। হাতে এই ধরনের আংটি পরা থাকলেও, হাত ধোওয়ার সময় অবশ্যই তা খুলে রাখুন।
Grihshobha fashion tips
Model : Anusua Das
  • কস্টিউম জুয়েলারি পরার উদ্দেশ্যই হচ্ছে, পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরা। এছাড়াও এগুলি দামেও সস্তা, সহজে অ্যাভেলেবল। সুতরাং যাতে গয়নাগুলি অনেকদিন টিকিয়ে রাখা যায়, তার জন্য পরার পরেই টিস্যু পেপার অথবা পেপার তোয়ালে দিয়ে ভালো করে গয়নাগুলি মুছে ফেলুন। এতে ঘাম এবং ধুলোময়লা গয়নার গায়ে লেগে থাকবে না।
  • মেক-আপের জিনিস যেমন লোশন, নেলপলিশ রিমুভার ইত্যাদি থেকে কস্টিউম জুয়েলারি দূরে সরিয়ে রাখবেন।
  • গয়না পরার সময় ভিজে হাতে গয়না পরবেন না। হাতে লেগে থাকা জল গয়নার ক্ষতি করবে।
  •  নতুন সুটকেস অথবা জুতো কেনার সময় ওর মধ্যে সিলভার প্রোটেক্টর স্ট্রিপ্স দেওয়া থাকে। এই ধরনের স্ট্রিপ্স গয়নার বাক্সে রেখে দিলে গয়নার জেল্লা নষ্ট হবে না।
  • যদি কাঠ দিয়ে তৈরি গয়না হয় তাহলে সামান্য উড্ক্লিনার অথবা উড্পলিশে অল্প জল মিশিয়ে পালিশ করুন। গয়নার জেল্লা ফিরে আসবে।
  • সিলভার অথবা গোল্ড প্লেটেড গয়নার উপরের পরতে প্রোটেকটিভ কোটিং করাতে পারেন। তাতে গয়নার রং বহুদিন ভালো থাকে।
  • কৃত্রিম মুক্তোর গয়না, সেন্ট, শরীরের ঘাম ইত্যাদির সংস্পর্শে এলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সুতরাং এরকম গয়না পরলে বাড়িতে এসে টিস্যুপেপার দিয়ে ভালো করে মুছে, পাখার তলায় শুকিয়ে নিতে হবে। তারপর পেপার তোয়ালেতে মুড়ে জিপলক ব্যাগে তুলে রাখতে হবে।
  • বাড়িতে কোনও কিছু পরিষ্কার করার কাজ করতে গেলে কস্টিউম জুয়েলারি খুলে রাখা উচিত।
  • সাবানজলে গয়না পরিষ্কার করার সময় একসঙ্গে সমস্ত গয়না ওতে দেবেন না। সাবানের সঙ্গে মেটালের কেমিক্যাল রি-অ্যাকশন হতে পারে।
  • গলার নেকলেস অথবা মালার পিছনে মেটালের ক্লিপ থাকে, তাতে চুল অনেকসময় আটকে যায়। খুব সাবধানে পরিষ্কার করুন নয়তো সুতো ছিঁড়ে যেতে পারে।

মডেলঃ অনুসূয়া দাস।

আরো গল্প পড়তে ক্লিক করুন...