রোহিত শেট্টির সিংহম বলিউডে বেশ একটি মাইলফলক ছবি হিসেবে চিহ্ণিত৷ এবার এই ছবিরই সিকুয়েল তৈরি হচ্ছে৷বড়োপর্দায় আরও একবার ‘সিংঘম’-কে ফিরিয়ে আনছেন Rohit Shetty। রোহিতের ‘সিংঘম ৩’ ছবির এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।
এর আগে বক্স অফিসে রোহিতের পরিচালনাতে ‘সিংঘম’ এবং ‘সিংঘম রিটার্নস’ দু’টি ছবিই দারুণ ব্যবসা করেছিল। ‘সিংঘম ৩’ ছবিতে অজয় দেবগণকে একটু ভিন্ন ভাবে পর্দায় তুলে ধরতে চান পরিচালক৷ কাশ্মীরের বিশেষ কিছু জায়গায় শুটিং করবেন তিনি৷ ছবির গল্পে বলা হয়েছে এখানে বলপূর্বক নিজেদের শাসন কায়েম করতে নানান দেশদ্রোহী ও জাতীয়তাবাদ বিরোধী কর্মকাণ্ড করছে সন্ত্রাসবাদী গোষ্ঠী৷ এদের বিরুদ্ধেই আপ্রাণ লড়াই করবেন এই ‘রাফ অ্যান্ড টাফ’ পুলিশ অফিসার৷ সেই পরিপ্রেক্ষিতেই মোদী সরকারের ৩৭০ ধারা বাতিল করার প্রসঙ্গও নাকি উঠে আসবে ছবিতে। ‘Singham 3’-এর তৈরি সংক্রান্ত বিষয় নিয়ে এই সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে ২০২৩-এর স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে এই ছবি। সেই লক্ষ্য নিয়েই তৈরি গোটা টিম।
কাশ্মীর ছাড়াও দিল্লি এবং গোয়াতেও শুট করা হবে এই ছবিটি।সূত্র মারফত পাওয়া আরও খবরে জানা গেছে যে,অজয় দেবগণ রোহিতের এই কপ ইউনিভার্স-এর মার্ভেল-এর আইকনিক লৌহমানব। ওঁর হাত ধরেই শুরু হয়ে একে একে পর্দায় আত্মপ্রকাশ করেছে সিম্বা, সূর্যবংশীরা।আপাতত বক্স অফিসে রাজত্ব করছে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’। এবার তাই এই সিরিজের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র সিংঘম-কে পুনরায় পর্দায় এনে আলোড়ন তৈরি করতে বদ্ধপরিকর শেট্টি৷।
এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যেতে পারে রণবীর সিংয়েরও অভিনয়। তারকাদের কাছে ইতিমধ্যেই প্রস্তাব চলে গিয়েছে। তাঁরা চিত্রনাট্য পড়ে রাজি হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।তবে সূত্রের খবর রোহিত শেট্টির এই ‘কপ ইউনিভার্স’ সিরিজের ছবিতে এখনও পর্যন্ত সবথেকে বিগ বাজেটের ছবি হতে চলেছে ‘সিংঘম ৩’। শুধু তাই নয়, অ্যাকশনের ক্ষেত্রেও এই ছবিকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চাইছেন পরিচালক। ইতিমধ্যেই নাকি রিয়েলিস্টিক বিগ স্কেল অ্যাকশন-এর পরিকল্পনা শুরুও করে দিয়েছেন তিনি। দেশে শান্তি-শৃঙ্খলা ফেরানোর জন্য ‘সিংঘম’-এর সেই লড়াইয়ের গল্পই এই ছবির মূল উপজীব্য। আরও খবর, ছবির চিত্রনাট্যের শেষ পর্যায়ের টুকিটাকি পরিবর্তন পরিমার্জনের কাজকর্ম চলছে এখন।
Ajay Devgan-এর আরও একটি ছবির জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। আর তা হল, রাম চরণ-এর ‘আরআরআর’। এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগণ। চলতি বছরের মধ্যেই এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে যাবে বলে খবর।