Sun Tanning আমাদের ত্বকের একটি কমন সমস্যা। রোদে হাতের ত্বকই সব থেকে বেশি উন্মুক্ত থাকে ফলে রোদে পোড়ারও সম্ভবনা বেশি থাকে। এছাড়াও রোদে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় আরও বেশি কালো দেখায়।
আমি শর্ট স্লিভ পোশাক পরতে ভালোবাসি। কিন্তু হাতের রঙের জন্য শর্ট স্লিভ পরতে পারি না। যেটুকু, পোশাকে হাত ঢাকা থাকে সেখানটা ফরসা আর বাকি অংশ ট্যানিং-এর ফলে কালো হয়েছে। কী উপায়ে হাতের একই রকম রং ফিরিয়ে আনা যাবে?
বাইরে থেকে এসে হাত, পা, ঘাড়ে টক দই লাগাতে পারেন, এতে পোড়া দাগ অনেক কম দেখাবে। বরফও এই ক্ষেত্রে খুবই উপকারি, যদি বাইরে থেকে এসে ত্বকের খোলা অংশে একটু বরফ ঘষে নেন। এছাড়াও অর্ধেক শসা গ্রেট করে তার সঙ্গে দু-তিন চামচ কাঁচা দুধ ও কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। হাতের কালো হয়ে যাওয়া অংশে প্যাকটি লাগিয়ে শুকোতে দিন এবং তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন প্যাকটি ব্যবহার করতে পারেন। স্নানের সময় চিনি আর লেবুর রস মিশিয়ে হাত, পা স্ক্রাব করুন। আরেকটি উপকারী প্যাক হল অ্যালোভেরা জেল, সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিয়ে রোদে পোড়া Sun Tanned ত্বকে লাগিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করুন, তারপর হালকা গরমজলে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হবে এবং পোড়া দাগও দূর হবে। দইও কিন্তু দাগ দূর করতে অনেকটা সহায়তা করে। দইয়ের সঙ্গে শসা, টোম্যাটোর রস এবং সমপরিমাণ বেসন মিশিয়ে প্যাক তৈরি করে হাতে, ঘাড়ে, মুখে, গলায় লাগিয়ে ভাল করে শুকোতে দিন এবং হালকা গরমজলে রগড়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করতেই পারেন। বিশেষ করে হাতে ট্যানিং হয়ে থাকলে বেসন, হলুদ আর দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি ত্বকে লাগিয়ে শুকোতে দিন এবং হালকা করে ঘষে ত্বক থেকে প্যাকটি উঠিয়ে ফেলুন। স্বাভাবিক ত্বকের রং ফিরে আসবে। রোদে বেরোবার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না এবং সুতির গ্লাভস পরে তবেই বাইরে বেরোবেন।