গত বছর জুলাই মাসের শেষের দিকে ‘মিনি’ সিনেমার ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা ‘স্মল টক আইডিয়াস’।কিন্তু এবার বড়োসড়ো ঘোষণা প্রকাশ্যে এল প্রযোজনা সংস্থার তরফে৷অতিমারির জট জটিলতা কাটিয়ে, চলতি বছরের ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৈনাক ভৌমিক পরিচালিত বাংলা ছবি ‘মিনি’।
২০২১-এ ‘বাজি’-র পর এই ছবির মাধ্যমে ফের বড়ো পর্দায় ফিরবেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্পূর্ণা লাহিড়ী এবং রাহুল ভঞ্জের ‘স্মল টক আইডিয়াস’-এর ছাতার তলায় তৈরি হয়েছে এই ছবি।যে নারীকেন্দ্রিক ছবির মূল চরিত্রে রয়েছেন Mimi Chakraborty। পাশাপাশি আরেক খুদে অভিনেত্রী। যিনি গল্পে মিমির বন্ধু। এই চরিত্রে অভিনয় করেছেন অয়না চট্টোপাধ্যায়৷ছবিতে এছাড়াও দেখা যাবে মিঠু চক্রবর্তী, সপ্তর্ষী মৌলিক ও কমলিকা বন্দোপাধ্যায়-কে৷
বয়সের তফাতে আদৌ কি কিছু যায় আসে? দুই বন্ধুর মনের টান, মিল-অমিল, খুনসুটি, ভালোবাসা – এগুলোই তো প্রায়োরিটি৷আর সেরকমই এক ভিন্নস্বাদের নারীকেন্দ্রিক ছবির গল্প নিয়ে এই দফায় হাজির হচ্ছেন মৈনাক ভৌমিক।এই ছবির গল্পে মজা, আনন্দ, দুঃখ, বিরহ সমস্ত অনুভূতি রয়েছে।কলকাতার বেশ কয়েকটি স্থান বেছে নেওয়া হয়েছিল এই ছবির লোকেশন হিসাবে।
বেশ কয়েকমাস আগেই ছবির ফার্স্টলুক এবং লোগো লঞ্চ হয়েছিল। সেই ফার্স্টলুকে দেখা গিয়েছিল মিমি এবং অয়না দুই বন্ধু, বসে রয়েছে পাশাপাশি। নাক ও ঠোঁটের মাঝে ধরে রাখা পেন্সিল। অয়নার পরনে স্কুল ড্রেস। ওদিকে মিমির লুকও মিষ্টি, প্রাণোচ্ছ্বল। যেন শৈশবে ফিরে গিয়েছেন তিনি।
মৈনাকের লেখা চিত্রনাট্যে অভিনয় করলেও, তাঁর পরিচালনায় এই প্রথম কাজ করবেন Mimi Chakraborty। ছবিটি যেহেতু একটি নার কেন্দ্রিক গল্প নিয়ে তৈরি, তাই স্বভাবতই বেশ উত্তেজিত অভিনেত্রী। এই ছবিতে একেবারে অন্য রূপে, ভিন্ন অবতারে দেখা যাবে মিমিকে। নায়িকার লুক নিয়েও তাই করা হয়েছে নানা পরীক্ষা-নিরীক্ষা।
সিনেমার গল্পটা জানতে যারা আগ্রহী, তাদের জানাই- দুই বন্ধু, তিতলি এবং মিনির জীবনের ছোটো ছোটো ঘটনা ঘিরেই এই ছবি৷একজন চায় বড়ো হতে, আরেকজনের ইচ্ছে সে আরও লম্বা হোক। এই দুই অসমবয়সি বান্ধবীর মনস্তত্ত্ব নিয়েই এগোবে গল্প। কীভাবে তাদের সমস্যার সমাধান হবে, বা আদৌ তা সম্ভব কিনা, সেটাই জানা যাবে মৈনাকের এই ছবি দেখে৷ ‘চিনি’র পর ‘মিনি’ নিয়ে এসে পরিচালক Mainak Bhaumik কতটা সফল হন, সেটাই এখন দেখার৷