নামি-দামি প্রোডাক্টের ভিড়ে প্রাকৃতিক উপাদান আপনার কাছে গুরুত্ব হারালেও আপনার Hair treatment ও সার্বিক যত্নের ক্ষেত্রে, এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। তাই চুলের যত্নে Natural products-যুক্ত শ্যাম্পু, আপনি ব্যবহার করুন নিশ্চিন্তে৷ এতে ক্ষতির ভয় নেই৷ চুলের জেল্লা ফিরবে, চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাবে৷ জেনে নিন কোন Shampoo ব্যবহার করা আপনার পক্ষে সমীচিন৷
টি-ট্রি অয়েল : শ্যাম্পুতে টি-ট্রি অয়েল থাকার ফলে তা কেমিক্যাল ব্যবহারে ড্যামেজ হওয়া চুলের জন্য অব্যর্থ হয়ে ওঠে। এটা চুলের স্বাভাবিক লাবণ্য ফিরিয়ে আনে এবং স্ক্যাল্পের মৃতকোশ ঝরাতেও সাহায্য করে। চুলের ময়েশ্চারাইজার বলতে এই টি-ট্রি অয়েলকেই বোঝায়।যদি এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করা যায়, চুলে ভালো গ্রোথ-ও আসে । বস্তুত টি-ট্রি অয়েল রক্ত সঞ্চলনা বৃদ্ধি করে, যার ফলে নিউট্রিয়েন্টসগুলি হেয়ার ফলিকল পর্যন্ত পৌঁছে যায়। স্ক্যাল্পের পিএইচ লেভেলও সঠিক থাকে।
লেবু : লেবুতে থাকে সিট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক ব্লিচের কাজ করে। এর ফলে চুল পাকার সমস্যা অনেকটাই রোধ হয়। এতে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজ থাকার ফলে, স্ক্যাল্প পরিষ্কার করার কাজটাও করে– সেইসঙ্গে হেয়ার ফলিকল্সগুলি টাইট করে ড্যান্ড্রাফের ক্ষতি থেকে চুল-কে রক্ষা করে। কোলাজেন তৈরিতে দারুণ সহায়তা করে লেবু, ফলে ড্যামেজ সেল মেরামতও হয়। একটা গবেষণায় জানা গেছে, লেবুর সাহায্যে স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় থাকে। তাই অবশ্যই লেবু-যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
আমলকী : এই ফল কাঁচা খেলেও যেমন রক্ত পরিশুদ্ধ হয়ে শরীরে দারুণ উপকারে লাগে, শ্যাম্পুর ক্ষেত্রেও তাই। আমলকী-যুক্ত শ্যাম্পু ব্যবহারের ফলে, চুলের প্রাকৃতিক রং বজায় থাকে, সহজে চুল সাদা হয় না। আমলকীতে থাকে ভিটামিন সি এবং কোলাজেন, যা প্রোটিন উৎপন্ন করে, ফলে চুলের স্বাভাবিক বাড়বৃদ্ধিতে উন্নতি হয়। চুলে ভলিউম যুক্ত হয় এবং চুলের গোড়া মজবুত হওয়ার ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে।
কোকোনাট অয়েল শ্যাম্পু : নারকেল তেলে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান আছে প্রচুর পরিমাণে, এছাড়া এতে লুরিক অ্যাসিড এবং ফ্যাটিঅ্যাসিড বর্তমান।এছাড়া ভিটামিন, মিনারেলস এবং অন্যান্য নিউট্রিয়েন্টস-এর গুণ প্রচুর পরিমাণে বর্তমান। চুলের গ্রোথ বাড়িয়ে তোলে এবং চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহৃত হয়।আপনি আপনার চুলের যে-কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু নির্ভয়ে নারকেল তেল-যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
চুলের খুশকির সমস্যা নিরাময়ের পাশাপাশি, চুলে মসৃণ ভাব আনতে জুড়ি নেই এই কোকোনাট অয়েল বেসড শ্যাম্পুর। স্প্লিট এন্ডস অর্থাৎ চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যার সুরাহা করে এই নারকেল তেল-যুক্ত শ্যাম্পু।এছাড়া চুলে প্রোটিনের অভাব দূর করে এই শ্যাম্পু।