ত্বক সংবেদনশীল হলে বাড়তি সতর্কতার প্রয়োজন। আর সংবেদনশীল ত্বকের জন্য Scrubbing ভীষণ প্রয়োজনীয়। স্ক্রাবিং-এর বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এটি মরা কোশ ঝরিয়ে ফেলতে সহায়তা করে৷ তবে ত্বকের প্রকৃতি না বুঝে স্ক্রাব ব্যবহার করলে, ঘটতে পারে নানা রকম বিপদও।ত্বক আর স্ক্রাব প্রতিদিন, সপ্তাহে এক দিন বা মাসে দুবার ব্যবহার করা যায়।রইল কিছু  Scrubbing Tips.

যাদের চামড়া বেশ পুরু আর প্রতিদিনই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের মতো সমস্যায় ভোগেন, তাদের জন্য স্ক্রাব একটি নিত্যনৈমিত্তিক উপাদান। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারেন মাইল্ড এবং মাইক্রো স্ক্রাব। স্ক্রাব নিয়মিত করলে ত্বকের মৃত কোষ ভালোভাবে দূর হয়ে যায়। ত্বক হয় সজীব, সতেজ, উজ্জ্বল। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসও দূর হয়ে যায় ভালোভাবে স্ক্রাব করতে পারলে।

কেন স্ক্রাব ব্যবহার করবেন ?

  • ত্বকের শুষ্কতা দূর করে।
  • ত্বক মসৃণ করে।
  • ব্ল্যাক ও হোয়াইটহেডস দূর করে।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে।
  • ত্বকে জমে থাকা মরা কোশ দূর করে।
  • ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে।

যারা নিয়মিত পারলারে বা বিউটি ক্লিনিকে ফেসিয়াল বা ফেস ক্লিনআপ করেন, তাদের বাড়িতে বাড়তিভাবে স্ক্রাব করার প্রয়োজন হয় না। তবে পারলারে বা বিউটি ক্লিনিকে সব সময় ফেসিয়াল স্ক্রাবিং করা উচিত নয়। এর চেয়ে ঘরোয়া উপায়ে তৈরি স্ক্রাব অথবা Herbal Scrub ব্যবহার নিরাপদ। কারণ এগুলোতে পার্শ্বপ্রতিক্রিয়ার শঙ্কা থাকে না।

স্ক্রাব ব্যবহারের সঠিক সময়

সকালে বা রাতে যে কোনো সময়ই স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে রাতে কোনো ট্রিটমেন্ট ত্বকে মেখে ঘুমালে স্ক্রাবিং না করাই ভালো। এক্সফলিয়েট করার পর ত্বকে এই ট্রিটমেন্ট সহজে কাজ করবে। স্ক্রাব করার পর অবশ্যই ভালো একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে

স্ক্রাব সঠিকভাবে ব্যবহার করতে না জানলে, ত্বক হয়ে উঠতে পারে রুক্ষ। অনেক সময় ক্ষতির পরিমাণ বেশি হয় সেনসেটিভ এবং অ্যালার্জিপ্রবণ মহিলাদের ক্ষেত্রে৷  যা মোটেও কাম্য নয়। এ ছাড়া স্ক্রাব কখনোই চোখের আশপাশে ব্যবহার করবেন না।স্ক্রাব ব্যবহারে ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ওই স্ক্রাব ব্যবহার না করাই ভালো। কিছুদিন ত্বকে হালকা ক্লিনজার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দরকার হলে, Side effects দেখা দিলেই  ত্বকের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...