আমাদের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চোখের মেক-আপের উপর৷ বিশেষ করে পার্টি বা পারিবারিক অনুষ্ঠানে, দেদার সাজগোজের মাঝে, নিজেকে আলাদা করার একটা তাগিদ থাকেই৷ তখন গুরুত্ব দিতে হবে চোখে৷ বিশেষ করে রাতের পার্টিতে স্মোকি আইজ মেক-আপ অনেকেই বেশ পছন্দ করি। এতে প্রায় সবাইকেই দেখতে বেশ গর্জিয়াস লাগে। তবে এ ব্যাপারে আমাদের অনেকেরই একটি ভুল ধারণা আছে যে, শুধু রাতের পার্টিতেই স্মোকি সাজ করা যায়। না, দিনের বেলাতেও স্মোকি সাজ সমান মানানসই।শুধু জানতে হবে Day time make up -এর সঠিক পদ্ধতি৷
রাতের সাজগোজ একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু দিনের বেলার সাজে নিয়ন্ত্রণ না রাখলে, একটু বেশি হলেই মনে হয় ‘ওভার ডু’ করা হয়েছে৷তাই দিনের সাজ হতে হবে খুবই Balanced৷ চলুন দেখে নেওয়া যাক, কেমন করে দিনের বেলায় Smoky eyes look তৈরি করবেন৷এখানে পর পর স্টেপস দেওয়া হল আপনার সুবিধার জন্য৷
- প্রথমেই কন্সিলার ও কম্প্যাক্ট পাউডার দিয়ে চোখের নীচের কালো দাগ ঢেকে দিতে হবে।
- এরপর পুরো চোখের পাতা কালো ম্যাট শ্যাডো দিয়ে এঁকে নিন। মনে রাখবেন এই শেডটি দিয়ে কিন্তু আপনার আইব্রোর নীচের অংশ, ব্রো-বোন যেটাকে বলে, সেটি আঁকাবেন না।
- এরপর ব্লেন্ডিং ব্রাশে একটু লালচে কমলা ম্যাট আই শ্যাডো নিয়ে ব্রো-বোনের উপরটা আঁকুন। ব্লেন্ড করবেন না।
- এবার ব্লেন্ডিং ব্রাশে একটু ম্যাট ন্যুড শেড নিয়ে কালো ও কমলা শেডের ম্যাচিং লাইনে ব্লেন্ড করে দিন। ন্যুড শেডটাকে উপর-নিচে সমান ভাবে আঙুল দিয়ে ব্লেন্ড করুন।
- এটা সঠিক ভাবে করা হলে, নীচের চোখে কাজল লাগান এবং একটি স্মাজিং ব্রাশ দিয়ে ঘষে কাজলের রেখাটি ঠিক করুন।
- এরপর চোখের পাতায় আইলাইনার টেনে দিন সুন্দর করে। চোখের আকৃতি বুঝে আইলাইনিং মোটা-সরু হতে পারে।
- সব শেষে চোখে আলগা গ্লিটার লাগিয়ে স্মোকি সাজ শেষ করুন। সাথে মাসকারা লাগাতে ভুলবেন না যেন!
আপনার আইব্রোগুলি একটি ব্রাউন পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নেবেন। চোখদুটোকে তাহলে আরও মোহময়ী মনে হবে। তারপর ঠোঁটে হালকা শেডের কোনও ম্যাট লিপ্সটিক লাগিয়ে নিলেই স্মোকি চোখের সাথে একদম মানানসই হবে৷ এবার চুলটাকে একটু কার্ল করে নিলেই চলবে, আর সামনে ব্যাংস থাকলে তো কোনও কথাই নেই। দিনের পার্টির জন্য আপনি একেবারে পারফেক্ট!