করোনার অতি-সংক্রমণের কারণে, আমরা উৎসব অনুষ্ঠানের আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হয়েছি। যদি সত্যিই সেভাবে কোথাও গিয়ে মানে বিয়ে, পার্টি, অন্নপ্রাশন, পৈতে ইত্যাদিতে যোগদান করে আনন্দ উপভোগের সুযোগ আসে, তাহলে সেজেগুজে সবার সামনে নিজেকে মেলে ধরার ইচ্ছে হবেই। কিন্তু কীভাবে এবং কতটা কী Makeup নিলে আপনি সবার নজর কাড়তে পারবেন, সেই বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। এই লেখায় রইল কিছু স্পেশাল মেক-আপ টিপস।

ফাউন্ডেশন : ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। মনে রাখবেন মেক-আপ-এর বেস ঠিক থাকলে অর্ধেক সাফল্য পেয়ে গেলেন। মেক-আপ যত ন্যাচারাল দেখাবে, ততই পারফেক্ট লাগবে আপনাকেও। কেক, লিকুইড আর পাউডার, তিন রকমের ফাউন্ডেশন বাজারে মেলে। অনুষ্ঠানে বা উৎসবে অংশ নেওয়ার আগে, ব্যবহার করুন হাইড্রেটিং বা স্টেন ফিনিশ লিকুইড ফাউন্ডেশন।

পাউডার টাচ : ক্রিম আইশ্যাডো আর ক্রিম ব্লাশ অন লাগানোর ফলে কিছুক্ষণ পর থেকেই আপনার স্কিন টোন প্যাচি লাগতে পারে। মুখে বলিরেখা থাকলে সেটাও প্রকট হবে। তাই চটজলদি মেক-আপ করতে হলে লাইট পাউডার আইশ্যাডো আর পাউডার ব্লাশ অন ব্যবহার করুন।

আই পেনসিল : কম বয়সি মহিলারা লাইনার লাগাতে চান না। তাই এর ভালো বিকল্প হতে পারে কালারফুল পেনসিল। ব্লু ও গ্রিন এই দুটো বেসিক কালারের সঙ্গে ব্রাউন পেনসিলও কিনে রাখুন।

লিপ কালার : ঠোঁটে ইনস্ট্যান্ট গ্লো আনতে ন্যাচারাল ক্রেয়নের বদলে ভাইব্র‌্যান্ট রেড বা চেরি কালার লিপস্টিক লাগান। ফেসটিভ লুক-এ রেড খুব হট লাগে।

পিওর ব্রাউন শেডস : আপনি ব্রাউনের ভক্ত হলেও, প্লিজ অনুষ্ঠানের জন্য ম্যাটি ব্রাউন আইশ্যাডো বাছবেন না। এই রঙে হলদে ও লালের কিছু পরিমাণ থাকে, যা ব্রাউন আইশ্যাডো লাগানোর পরে আপনার চোখের ক্লান্ত ভাব প্রকট করে। এর বদলে পিওর ব্রাউন লাগান বা খয়েরি। এতে ন্যাচারাল লাগবে।

ব্রাইট লুক : চোখ যদি আকারে ছোটো হয়, তাহলে পেনসিল হোয়াইট আইলাইনার দিয়ে মেক-আপ শুরু করা উচিত। চোখের নীচের আইলিড-এ হোয়াইট আইলাইনারের সিংগল কোট লাগান। এরপর (এর উপর নয়, এর ঠিক পরে) কাজল, ব্ল্যাক বা অন্য রঙের আইলাইনার লাগান। এর ফলে ছোটো চোখ হলেও দেখতে অনেক বড়ো লাগবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...