মুখ পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবার জন্য আমরা ফেসপ্যাক ব্যবহার করে থাকি। মুখের ত্বক স্বাস্থ্যজ্জ্বল রাখতে Facepack অনেকটাই সাহায্য করে। কিন্তু ফেসপ্যাক লাগাবার সময় অনেক ছোটো ছোটো গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখা উচিত যাতে এটির জন্য ত্বকের কোনওরকম ক্ষতি না হয়। না জেনেই ফেসপ্যাক লাগাবার সময় অনেক ভুল আমরা করে ফেলি। সৌন্দর্য বিশেষজ্ঞ রঞ্জনা নিগম এখানে কয়েকটি ফেসপ্যাক লাগাবার সহজ টিপস শেয়ার করেছেন যাতে ফেসপ্যাক, ত্বকের সমস্যা না বাড়িয়ে বরং মুখের ঔজ্জ্বল্য বাড়ায়।

ফেসপ্যাক লাগাবার সময় কী কী ব্যাপারে খেয়াল রাখা উচিত :

১) Facepack একদম পুরো শুকিয়ে যাওয়ার পর মুখ থেকে তোলা উচিত নয়। এতে ত্বক রুক্ষ হয়ে পড়ে এবং বলিরেখা তাড়াতাড়ি পড়তে শুরু হয়ে যায়। ফেসপ্যাক হালকা শুকিয়ে গেলেই হালকা গরমজলে মুখ ধুয়ে ফেলা উচিত। এক্ষেত্রে পরিষ্কার কলের জলও ব্যবহার করা যাবে।

২) স্নান করার পর সবসময় Facepack লাগানো উচিত। বেশিরভাগ লোকই স্নানের আগে ফেসপ্যাক লাগান কিন্তু এটি সঠিক পন্থা নয়। স্নানের আগে ফেসপ্যাক লাগালে ত্বকের আদ্রতা কমে যায়। স্নানের পর ত্বকের পোরস খুলে যায় এবং এই সময় ফেসপ্যাক লাগালে ফেসপ্যাক ত্বকের ভিতর পর্যন্ত পৌঁছে মুখের গ্লো বাড়াতে সহায়তা করে।

৩) ব্রাশের সাহায্যে সরাসরি ত্বকে ফেসপ্যাক লাগানোর বদলে এটি মাসাজ করতে করতে লাগান। এতে ত্বকের ভিতরের পরত পর্যন্ত ফেসপ্যাক পৌঁছোবে এবং এটি লাগাবার উপকার হাতেনাতে পাবেন। ১০ মিনিটের জন্য মাসাজ করে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত ফেসপ্যাক ত্বকে লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪) ফেসপ্যাক লাগাবার পর পরিষ্কার ত্বকে অবশ্যই তুলোর সাহায্যে টোনার বা গোলাপজল লাগান, এতে ত্বকের গ্লো ফিরে পাবেন।

৫) Facepack লাগাবার পর চোখ বন্ধ করে কিছুক্ষণ রিল্যাক্স করুন শুয়ে বা বসে। এর ফলে ত্বক আরাম পাবে। মুখে ফেসপ্যাক লাগিয়ে একেবারে কথা বলবেন না, এতে মুখে সূক্ষ লাইনস তৈরি হবে। এভাবেই নিজের অজান্তে আপনার ত্বক ইলাস্টিসিটি হারিয়ে ঢিলে হয়ে পড়বে।

উপরে দেওয়া স্টেপগুলি মেনে চললে ফেসপ্যাকের সাহায্যে আপনার হারিয়ে যাওয়া স্বাস্থ্যজ্জ্বল ত্বক ফিরে পাবেন।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...