সব বয়সেই পান নিজের পছন্দের লুক, যেখানে সৌন্দর্য নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না। বিশ্বাস যদি না হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক নীচে দেওয়া অত্যাধুনিক বিউটি ট্রিটমেন্ট সম্পর্কে…

আধুনিক সময়ে প্রযুক্তি এমন এমন নানা টেকনিকের সঙ্গে আমাদের পরিচিত করিয়েছে, যার সাহায্য নিয়ে আমরা বাস্তবিক নিজেদের যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে পারব। Anti aging পদ্ধতির মাধ্যমে যেমন ত্বকের উপর বয়স বাড়ার প্রভাব কম করা সম্ভব তেমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের উপর যে যে কারণে প্রভাব পড়ে সেই কারণগুলোকেও এই আধুনিক প্রযুক্তি টার্গেট করে ত্বকের উপর aging এর প্রভাব পড়তে দেয় না। এমনই ১০টি অত্যাধুনিক পদ্ধতি রয়েছে যেগুলি আপনার যৌবন ধরে রাখার ইচ্ছাকে পূরণ করতে পারে।

১) কেমিক্যাল পিল দ্বারা মৃত কোশ দূর করুন – মুখের সৌন্দর্য কমতে থাকা এবং ত্বকের গ্লো হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হল ত্বকের মৃত কোশ। এই পরিস্থিতিতে বিশেষ ধরনের ট্রিটমেন্ট যেমন মাইক্রোডার্মাবেরসন এবং কেমিক্যাল পিলস এর মাধ্যমে মুখের মৃত কোশ দূর করা যায়। এছাড়াও ডায়মন্ড পলিশিং-এর মাধ্যমে ডেড সেলস, স্কার্স ও ট্যানিং দূর করাও সম্ভব।

২) মুখের জন্য ম্যাসোবোটক্স – এটি এক ধরনের মুখের ফেসিয়াল এর পদ্ধতি, যাতে মুখে মাইক্রোবোটক্স ইনজেক্ট করা হয়। এতে কম পরিমাণে বোটক্স মুখের আলাদা আলাদা অংশে লাগানো হয়। এর ফলে মুখের ত্বক গ্লোয়িং এবং বলিরেখা মুক্ত হয়।

৩) লেজার থেরাপি – যদি মুখের ত্বকের পোরস বড়ো হয়ে যায় তাহলে মুখের সৌন্দর্য নষ্ট হবে। লেজার থেরাপির মাধ্যমে মুখের পোরস টাইট করা হয়ে থাকে।

৪) বোটক্স ট্রিটমেন্ট – বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে কপালে ফাইন লাইনস, বলিরেখা, আপনার শরীরের ক্লান্তি অবসাদ ইত্যাদি বার্ধক্যের জন্য অপেক্ষায় কোনওমতে সময় অতিবাহিত করারই সংকেত দেয়। বোটক্স এর মাধ্যমে খুব সহজে এটি দূর করা যায়। বোটুলিনাম ট্যাক্সিটি যাকে সাধারণত বোটক্স হিসেবে জানি, এমন একটি নন সার্জিক্যাল পদ্ধতি যাতে বোটক্স ইনজেক্ট করে পেশি কে রিল্যাক্স মোড-এ নিয়ে আসা হয়। এই পদ্ধতি দ্বারা মুখের বলিরেখা, ফাইন লাইনস সব নির্মূল করা হয়। পেশিতে বোটক্স ইনজেক্ট করে সঙ্গে সঙ্গে সেই পেশিটিকে অন্য পেশির সম্পর্কে আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যে পেশিটিতে বোটক্স ইনজেক্ট করা হয় সেটি রিল্যাক্স হয়ে যায়। এটি মুখের বিভিন্ন অংশে ইনজেক্ট করে ফেস কে সম্পূর্ণ ফ্রেশ লুক দেওয়া হয়। আইব্রো লিফট করার জন্যেও বোটক্স ব্যবহার হয়। কয়েক মিনিটের মধ্যেই আইব্রোজ-কে হাইলাইট করে আকর্ষণীয় আকার দেওয়া যায়। এর ফলে মুখের আদল সম্পূর্ণ বদলে ফেলা যায়।

৫) ওজোন থেরাপি – চুলের গ্রোথ এবং রিপেয়ার-এর জন্য শরীরের যে-কোনও অংশের অক্সিজেন প্রবাহ ওজোন থেরাপি নামে পরিচিত। অক্সিজেনের এই ফ্রি র‍্যাডিক্যালস শরীরে উপস্থিত ক্ষতিকারক উপাদানকে শরীর থেকে বাইরে বের করে ফেলতে সহায়তা করে। এই একই উপাদান আমাদের মাথাতেও থাকে যা ওজোন থেরাপির মাধ্যমে মাথা থেকে বাইরে বেরিয়ে যায়। এই থেরাপির ফলে চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং নতুন চুল গজানো শুরু হয়।

৬) রেস্টিলেন ট্রিটমেন্ট  – প্রাণহীন ত্বকের সমস্যা, চোখের নীচের ডার্ক সার্কেল এর সমস্যা ইত্যাদিকে হায়ালুরনিক অ্যাসিড দ্বারা ভরপুর রেস্টিলেন-এর মতো ডার্মাল ফিলার্স ব্যবহার করে দূর করা সম্ভব। এটি ত্বক কে ময়েশচারাইজ করে এবং এর প্রভাব ১ বছর পর্যন্ত থাকে।

৭) ডায়মন্ড পলিশিং – ডা. চিরঞ্জিব ছাবড়া, ডার্মাটোলজিস্ট (স্কিন অ্যালাইভ ক্লিনিক, দিল্লি) জানালেন, এই পদ্ধতিতে ডায়মন্ড কে টিপস এর উপর ফিক্স করে এটিকে ইলেকট্রনিকালি মুখের উপর ঘোরানো হয়। এই টেকনিকে মুখের মৃত কোশ, স্কার্স, ট্যানিং ছাড়াও ত্বকের গ্লো এবং কমপ্লেকসান এর সঙ্গে যুক্ত অনেককিছুর অভাব দূর করা যায়। ডায়মন্ড এমডিবি, টেকনিকের ক্ষেত্রে একটি নতুন আবিষ্কার যেটি সারা বিশ্বে মুখের রং উজ্জ্বল করতে ব্যবহার করা হচ্ছে।

৮) স্কিন সার্কুলেশন থেরাপি – এই থেরাপির সাহায্যে মুখের ত্বকের রক্ত চলাচল উন্নত করা হয়। এতে মুখের কমপ্লেকশন আর গ্লো বাড়াবার জন্য ব্যবহৃত পুরোনো থেরাপি থেকে মুক্তি পাওয়ার সুযোগ ঘটে। ব্রণ, অ্যাকনে, স্কার্স, ডার্ক সার্কেলস, ত্বকের দাগছোপ দূর করতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী।

৯) স্টেম সেল থেরাপি – এই ট্রিটমেন্টে ভিটামিনস, অ্যামিনো অ্যাসিডস ও পেপ্টাইডস এর মিশ্রণ কে অন্য অ্যাকটিভ উপাদানের সঙ্গে মিশিয়ে মাথার স্টেম সেলস কে অ্যাকটিভ করা হয়। এতে চুলের গ্রোথ বেড়ে যায়। এই চিকিৎসা সাপ্তাহিক ইন্টারভালে কয়েকটি সেশনে সম্পূর্ণ করা হয়। তাড়াতাড়ি সেরে ওঠার জন্য হেয়ার লেজার এলইডি থেরাপিরও ব্যবহার করা যেতে পারে।

১০) কুলস্কাল্পটিং – অতিরিক্ত মেদ এবং ওবেসিটি দূর করার সবথেকে কার্যকরী টেকনিক হল এটি। এটি শরীরকে মনেরমতো আকার দেয়। এতে শরীরের মেদ এবং ওবেসিটি অনুসারে সিটিং দিতে হয়।

তাহলে দেরি কেন? সামনেই পয়লা বৈশাখ আসতে চলেছে। আধুনিক এই টেকনিকের সাহায্যে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলুন ও অপরকে তাক লাগিয়ে দিন।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...