এখন রঙিন চুলের ট্রেন্ড চলছে। মহিলারা অনেকেই তাই চুলে রং করছেন। তবে পুরো চুলে নয়, বোল্ড কালার ব্যবহার করে চুল হাইলাইটও করছেন অনেকে।

কালার্ড হেয়ার আমাদের লুক্স চেঞ্জ করে দেয়। তাই ইমেজ চেঞ্জ করার জন্য এখন অনেকেই চুলে রং করছেন। তবে চুল রং করার সামগ্রী যাতে অ্যামোনিয়া ফ্রি হয়, সে ব্যাপারেও এখন সতর্ক না থাকলে, রোদের তাপ চুলে কুপ্রভাব ফেলবেই। অতএব, জানতে হবে চুলের সুস্বাস্থ্য বজায় রাখার উপায়।

রোদের কুপ্রভাব থেকে বাঁচার উপায়

শুধু চোখে কিংবা ত্বকে নয়, সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি চুলেও খারাপ প্রভাব ফেলে। ফলে, কড়া রোদে চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য দুই-ই নষ্ট হয়। আর যদি সবকিছু না জেনে চুলে রং করিয়ে নেন, তাহলে চুলের আরও সর্বনাশ হবে। তবে এর থেকে বাঁচার একটা উপায় আছে। চুল কালার করার আগে ব্লিচ করবেন না। কারণ, ব্লিচ করিয়ে চুল কালার করলে রোদে বেরোলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি আরও ক্ষতি করবে। চুল তখন রুক্ষ হয়ে উঠবে এবং ভেঙে ঝরে যাবে। এ বিষয়ে আরও কিছু সতর্কতা জরুরি। যেমন–

হট্ অয়েল ট্রিটমেন্ট: নর্মাল চুলের তুলনায় কালার্ড চুলে বেশি প্রয়োজন আদ্রভাব ধরে রাখা। আর এরজন্য চাই হট্ অয়েল ট্রিটমেন্ট। হেয়ার অয়েল রোদে কিছুক্ষণ বসিয়ে রেখে চুলে মেখে নিন। তারপর গরম জলে তোয়ালে ডুবিয়ে, জল নিংড়ে নিয়ে মাথায় জড়িয়ে রাখুন। ২-৩ বার রিপিট করুন। সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন এইভাবে হট্ অয়েল ট্রিটমেন্ট করলে চুল ভালো থাকবে।

অ্যালকোহল ফ্রি প্রোডাক্ট: আজকাল এমন কিছু প্রোডাক্ট বাজারে এসেছে, যা ব্যবহার করলে সূর্যের ক্ষতিকারক রশ্মিও চুলের ক্ষতি করতে পারবে না। তবে এইসব প্রোডাক্ট কেনার সময় ভালো ভাবে দেখে এবং জেনে নেবেন, প্রোডাক্ট অ্যামোনিয়া এবং অ্যালকোহল ফ্রি কিনা। কারণ, প্রোডাক্ট যদি অ্যামোনিয়া এবং অ্যালকোহল যুক্ত হয়, তাহলে হিতে বিপরীত হবে। অর্থাৎ, চুলের স্বাস্থ্য নষ্ট হবে।

স্কার্ফ-এর প্রয়োগ: রোদে বেরনোর আগে মাথায় টুপি অথবা স্কার্ফ ব্যবহার করুন। কারণ, চুল ঢাকা থাকলে সূর্যের তাপ সরাসরি চুলে লাগবে না এবং চুলের ক্ষতির সম্ভাবনা কমবে। তবে টুপি অথবা স্কার্ফ ব্যবহার করলেও, চুল খোলা রাখবেন না। কারণ, টুপি অথবা স্কার্ফ-এর বাইরে থাকা চুল রোদের তাপে ক্ষতি হতে পারে।

সুইমিং-এ সতর্কতা: গরমকালে সুইমিং পুলের জল যেমন গরম থাকে, ঠিক তেমনই হেয়ার প্রোটেকশন ছাড়া সাঁতার কাটার সময়, সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মির কুপ্রভাবও পড়তে পারে। তাই সাঁতার কাটার আগে চুলে লাগান হেয়ার প্রোটেকশন সিরাম।

আরো গল্প পড়তে ক্লিক করুন...