বিয়ের কেনাকাটা বললেই শাড়ি, গয়নার কথাটাই সবার মাথায় আসে। সেটা ভাবা নিতান্ত ভুলও নয়। কিন্তু বেনারসি বা বালা-চুড়ি কেনার মতোই কিন্তু গুরুত্বপূর্ণ হল বিয়ের প্রসাধনী কেনা। বাজারে হরেক ব্র্যান্ডের নানা প্রসাধনী ছড়ানো। এর মধ্যে থেকে ঠিক কী ধরনের কসমেটিক্স কেনা উচিত বিয়ের কনের, আসুন সেটা একবার দেখে নেওয়া যাক।
লিপকেয়ার
বিয়ের কনের সাজগোজের সময় ভুললে চলবে না, মেক-আপের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ কনের ঠোঁটের প্রসাধনী। আপনার মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে লিপস্টিক-এর শেড-এর উপর। আপনি যত দামি বেনারসিই পরুন না কেন— সাজ সম্পূর্ণ করতে আপনাকে ম্যাচিং লিপস্টিক লাগাতেই হবে। জেনে নিন কয়েকটি স্মার্ট ব্র্যান্ডস-এর বিষয়ে, যা আপনাকে সাহায্য করবে সঠিক লিপস্টিক চয়ন করতে।
টপ ৫ লিপস্টিক ব্র্যান্ডস
ম্যাট থেকে শুরু করে হাইশাইন লিপস্টিক— বিয়ের শপিং-এ দু’রকমই থাকা বাঞ্ছনীয়। সেক্সি দেখানোর জন্য আপনার শুধু ভালো ফিগারই নয়, প্রয়োজন লিপস্টিকে রাঙানো দুটি ঠোঁটও। সেক্সি কালার চুজ করার অপশন দেয় আপনাকে, নায়কা সো ম্যাট লিপিস্টিক। এর রেড বা ক্রাঞ্চি কালার প্যালেট, নতুন কনেদের জন্য আদর্শ। ল্যাকমে নাইন টু ফাইভ কালেকশনের পিংক ও রেড-এর শেডগুলিও অনবদ্য। এছাড়া ল্যাকমে অ্যাবসোলিউট মাসাবা রেঞ্জ-এ পাবেন ১০-টিরও বেশি শেড, যা ভারতীয় স্কিনটোনের জন্য পারফেক্ট। এছাড়া আছে সুগার- এর কিছু লিকুইড লিপ কালার— যা আপনার ব্রাইডাল মেক-আপ-এর অপরিহার্য অঙ্গ।
নেলকেয়ার
আপনার বিয়ের শাড়িটির রং বাছাই হয়ে গেলে, অবশ্যই মানানসই রঙের নেলপলিশ কেনা প্রয়োজন। যারা নেইল এক্সটেনশন করাবেন, তারাও এই নেলপেইন্ট আগে থেকে কিনে রাখুন।
নেলপলিশ ইন ট্রেন্ড
নেলপলিশ কেনার আগে মনস্থ করে নিন, আপনি ম্যাট কালার নেবেন, নাকি গ্লসি হাইশাইন পেইন্ট। দু’ধরনের নেলপলিশই এখন ট্রেন্ডিং। আপনার পোশাকের রংকে নেলপেইন্ট কেনার সময় গুরুত্ব দিন। এছাড়া এই সময়ের কিছু ট্রেন্ডিং কালারের বিষয়ে আপনাদের জানিয়ে দিই। আপনার স্কিনটোনও নেলপেইন্ট লাগানোর আগে অবশ্যই বিবেচনা করা উচিত। রং বাছুন বুদ্ধিমত্তার সঙ্গে।
আপনার যদি গ্লিটার নেলপেইন্টটি পছন্দের তালিকায় থাকে, তাহলে সুইস বিউটি হাইশাইন গ্লিটার নেলপলিশ কিনুন। জুসি রেড কালার কনেদের জন্য পারফেক্ট। মেহেন্দি পরা হাতে দারুণ মানাবে। এর জন্য আপনি নায়কা, রেভলন কিংবা কালারবার-এর মতো ব্র্যান্ডগুলির উপর আস্থা রাখতে পারেন। রিসেপশনের শাড়ি যদি নীল হয়, তাহলে রয়েল ডার্ক টিল কালার বাছুন, নখের সৌন্দর্য বেড়ে যাবে।
ল্যাকমে নাইন টু ফাইভ কালেকশনটি বেশ ভালো। এদের মিল্ক চকোলেট কালার হাতকে ব্রাইট দেখাতে সাহায্য করবে। ফেসেস ক্যানাডা বা ল্যাকমে নেলপেইন্টগুলি আপনি চাইলে অনলাইন-এ অ্যামাজন বা নায়কা থেকেও কিনতে পারেন। বার্গান্ডি কালারের ডিমান্ড এখন সর্বাধিক। অনলাইন থ্রিডি নেল আর্ট স্টিকার দিলেও আপনার নখগুলি স্টাইলিশ করে তুলতে পারেন।
ফেসকেয়ার
মুখমণ্ডল-কে গ্ল্যামারাস করে তোলা বিয়ের দিন এবং পরবর্তী অনুষ্ঠানের জন্য খুবই জরুরি। এমন কিছু স্কিন প্রোডাক্ট রয়েছে, যার ব্যবহারে নিমেষে আপনার স্কিন গ্লোয়িং হয়ে উঠবে।
এই মুহুর্তে দারুণ ট্রেন্ডিং হল চারকোল ফেস মাস্ক। এটা স্কিন-এর জৌলুশ বাড়াতে অব্যর্থ। এছাড়াও বাজারে পাবেন মামা আর্থ-এর C3 ফেস মাস্ক। এতে আছে চারকোল, কফি এবং ক্লে— এই উপাদান আপনার ত্বকের রোমকূপে জমে থাকা নোংরা বের করে আনবে এবং নিমেষে গ্লোয়িং স্কিন পাবেন আপনি। মামা আর্থ-এর ফেস স্ক্রাবও দারুণ উপযোগী। ফেসস্ক্রাব ব্রাইডাল গ্লো বাড়ানোর জন্য অপরিহার্য। যদি মনে করেন দুটি আলাদা প্রসাধনী ব্যবহার না করে, একটিতেই কাজ সারবেন, তাহলে বেছে নিন সারা-র ডিট্যান প্যাক। এটি ফেস ক্লিন করার পাশাপাশি স্কিনকে গ্লোয়িং ও স্মুদ করে তুলবে।