মেক-আপ কিট
শুধু বিয়ের দিনেই নয়, বিয়ের পরও নানা অনুষ্ঠানে যোগদান করতে হয় নববধূকে। তাই মেক-আপ কিট কিনে রাখা আপনার ক্ষেত্রে আবশ্যক। আপনার সাজগোজ-এ ডায়ানামিক টাচ দিতে সঠিক মেক-আপ হওয়াটা খুবই জরুরি। মেক-আপ প্রোডাক্টসগুলির এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সঠিক মেক-আপ প্রোডাক্ট আপনার লুকটাকেই বদলে দিতে পারে।
চলতি ফ্যাশনে ইন, প্রাইমার আর ফাউন্ডেশন— মেক-আপ করার সময় এগুলিই সঠিক বেস তৈরি করতে সাহায্য করে। আপনার কমপ্লেকশনকে উজ্জ্বল করতে এগুলির ভূমিকা অপরিসীম। আপনি দুটি প্রসাধনী আলাদা করে না কিনতে চাইলে স্মার্ট শপিং করুন। কিনে নিন ল্যাকমে নাইন টু ফাইভের প্রাইমার + ম্যাট পাউডার ফাউন্ডেশন কম্প্যাক্ট। এটা ফেসকে ওভারলোড করে না, ন্যাচারাল একটা গ্লো বজায় থাকে।
চোখদুটির ক্ষেত্রে ব্যবহার করুন সুইস বিউটির প্রসাধনী— ৯ কালার আইশ্যাডো কিট। এই কিট একই সঙ্গে আইশ্যাডো ও ব্লাশার হিসাবেও ব্যবহার করতে পারবেন। অনলাইন বিউটি সাইট থেকে অনায়াসেই কিনতে পারবেন এই প্রোডাক্ট।
হেয়ারকেয়ার
বিয়ের কনের চুলের সৌন্দর্যও কিন্তু অবহেলা করার বিষয় নয়। তাই চুল সুন্দর করতে এই প্রসাধনীগুলির প্রয়োজন হবে। আপনি যদি চান বিয়ের অনুষ্ঠানের কয়েকটা দিন আপনার চুল স্ট্রেট আর স্মুদ থাক, তাহলে আপনার জন্য উপযুক্ত হবে মামা আর্থ-এর রাইস ওয়ান্ডার বাটার উইথ কেরাটিন। এটি চুলের ফ্রিজি ভাব কমিয়ে শাইনি করে তোলে।
চুলে ট্রেন্ডি লুক দেওয়ার জন্য যদি কালার বা হাইলাইটিং করতে চান, তাহলে ট্রাই করুন চকোলেট অ্যান্ড ক্যারামেল কালার, লাইট ব্রাউন হেয়ার, রেডিশ ব্রাউন হাইলাইট, পার্টিকল ক্যারামেল হাইলাইট, ডার্ক চকোলেট লকস, ব্র্যান্ড হেয়ার কালার, ব্লিচ হেয়ার, ব্রাউন হেয়ার কালার, ব্ল্যাক কালার উইথ ডার্ক কপার হাইলাইট, শাইনি রোজউড হাইলাটস বা গোল্ডেন হাইলাইটস— এর যে-কোনওটি।
এই বিষয়গুলি খেয়াল রাখুন
- যখনই কোনও প্রসাধনী কিনবেন, নিজের স্কিনটোনের সঙ্গে মিশিয়ে নেবেন
- বিউটি প্রোডাক্ট-এর এক্সপায়ারি ডেট চেক করুন
- অফলাইন বা অনলাইন, দু'জায়গাতেই দামটা অবশ্যই চেক করুন
- প্রোডাক্ট-এর রিভিউ পড়ে তবেই কিনুন।
- কোনও প্রোডাক্ট প্রথমবার ব্যবহার করলে প্রথমে তার সামনেই ট্রাই করুন অথবা ছোটো প্যাক কিনুন
- সবসময় মাল্টি পারপাস কসমেটিক্স কেনার চেষ্টা করুন
- সিলড প্যাক প্রোডাক্ট-ই কিনুন
- বিশ্বস্ত দোকান ছাড়া বিউটি প্রোডাক্ট কিনবেন না।
৫-টি পয়েন্ট মনে রাখুন