নানা বিতর্ক পিছনে ফেলে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি আগামী ১৬ জুন পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বলে প্রযোজনা সংস্থা টি-সিরিজ জানিয়েছে। বছরের শুরুতেই রামায়ণ নির্ভর এই ছবিটি বড়ো পর্দায় আসার কথা ছিল। কিন্তু কয়েকবার তারিখ পিছিয়ে এবার নতুন করে ‘আদিপুরুষ’ এর মুক্তির দিন স্থির করা হয়েছে। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমা গেল বছরের আগস্ট-এ মুক্তি পাওয়ার কথা ছিল। পরে এই বছরের জানুয়ারিতে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়। সেটাও পরিবর্তিত হয়ে ১৬ জুন করা হয়।

‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস এই সিনেমায় ‘রাম’ চরিত্রটি রূপায়ন করছেন, যা সিনেমার মূল আকর্ষণ। সীতার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কৃতি স্যানন। এই ছবিটির মাধ্যমেই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। রাবণের চরিত্রে রয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেতা সইফ আলি খান।

গত বছর আদিপুরুষের টিজার প্রকাশের পর সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস-এর মাত্রাতিরিক্ত ব্যবহার এবং নির্মাণ কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। টিজারের বেশিরভাগ দৃশ্যেই ভিজ্যুয়াল এফেক্টের বাড়াবাড়ি ও হাস্যকর ব্যবহার করা হয়েছে বলে মন্তব্যও করেন অনেকে। একইসঙ্গে হিন্দু দেব-দেবীদের ভুলভাবে উপস্থাপন ও বিকৃত রূপে দেখানোরও অভিযোগ ওঠে ছবিটির বিরুদ্ধে। এছাড়াও ‘রাবণ’ চরিত্রে সাইফের দাড়ি, ছোটো করে কাটা চুল আর কাজল দেওয়া চোখ নিয়েও অনেকেই আপত্তি তোলেন। ওই সময় ‘রাবণ’ চরিত্র নিয়ে এক মন্তব্যের জেরে সইফ আলিকে সোশাল মিডিয়ায় রোষানলের মুখে পড়তে হয়েছিল। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, Adipurush রামায়ণের গল্প হলেও মূল প্লটটিকে সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গিতে দেখানো হয়েছে। রাবণের মানবিক দিকটি তুলে ধরা হয়েছে এখানে। সীতাহরণের ঘটনাটির ন্যায্যতাও নাকি প্রকাশ পাবে এই ছবির মাধ্যমে। ছবির বক্তব্য, গোটা ঘটনাই শুরু হয়েছে শুর্পণখার নাক কেটে দেওয়ার ফলে। এখান থেকেই শুরু বিতর্ক। সোশাল মিডিয়ায় মাধ্যমে অনেকেই তখন ওই বক্তব্যের প্রতিবাদ জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তোলা হয়। এসব কারণে সিনেমাটি মুক্তির ঘোষণা বেশ কয়েকবার করা হলেও পরে সেই তারিখগুলোর মান্যতা রাখা সম্ভব হয়ে ওঠেনি। ক্রমাগত মুক্তির তারিখ পিছোতে থাকে।

তবে ছবির নায়ক প্রভাস এই ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন যে, Adipurush-এ রামের চরিত্রে অভিনয় করাটা তিনি গর্বের বলেই মনে করেন। তরুণ প্রজন্মের কাছে তিনি আশা রাখেন যে, অবশ্যই পৌরাণিক কাহিনীর উপর নির্ভর আদিপুরুষ ছবিটি তাদের ভালো লাগবে।  

এনডিটিভির খবর অনুযায়ী, সম্প্রতি নবরাত্রি উপলক্ষে সিনেমার সাফল্যের জন্য আশীর্বাদ নিতে বৈষ্ণদেবীর মন্দির দর্শন করতে যান প্রযোজক ভূষণ কুমার এবং পরিচালক ওম রাউত। প্রযোজনা সংস্থা, টুইটারে ভূষণ কুমার ও ওম রাউতের ছবিসহ সিনেমাটির মুক্তির তারিখ ১৬ই জুন, শুক্রবার, ঘোষণা করেছে। নির্ধারিত তারিখে হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লম – এই চার ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এর পরেই নির্ধারিত হবে ছবির ভবিষ্যৎ।

 

 

 

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...