আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই বড়োপর্দায় প্রদর্শিত হবে ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ছবি ‘নীহারিকা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্র এক নারী। যার নাম দীপা। ছোটোবেলায় গিরিডির শিমুলতলায় দীপাকে নিয়ে আসেন ওর ছোটো মামা। যে বাড়িতে মামার সঙ্গে থাকে দীপা, সেই বাড়ির নাম–নীহারিকা।
ছবিটির কাহিনি প্রসঙ্গে পরিচালক ইন্দ্রাশিস জানিয়েছেন, এক অন্ধকার শৈশব পেরিয়ে যৌবনে যখন পা রাখে দীপা, তখন তার জীবনে নতুন ভাবে আশা-আকাঙ্ক্ষার জন্ম হয়। কিন্তু অস্তিত্বের সংকট কাটে না দীপার জীবনে। শহর থেকে অনেক দূরে প্রায় জনমানবহীন প্রান্তরে নতুন করে নিজেকে খোঁজার চেষ্টা চালিয়ে যায় দীপা। কিন্তু কী ঘটবে এরপর, সেই কৌতূহল মেটাতে হলে, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখতে হবে বলে জানিয়েছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। উল্লেখ্য, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘ভয়’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করেছেন বলে জানিয়েছেন ইন্দ্রাশিস।
‘নীহারিকা’ ছবিটিতে মুখ্য চরিত্রে (দীপা) অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন শিলাজিৎ মজুমদার, অনিন্দ্য সেনগুপ্ত, মল্লিকা মজুমদার, প্রিয়ংকা গুহ, রাজেশ্বরী পাল, শশী গুহ, জুঁই বাগচি, অমিত চক্রবর্তী, ইন্দিরা মুখোপাধ্যায়, মলয় রক্ষিত, প্রবাল মুখোপাধ্যায়, রোহিনী চট্টোপাধ্যায় এবং শ্রাবণী রায়। চিত্র গ্রহনের দায়িত্বে ছিলেন শান্ত্বনু দে। সম্পাদনা করেছেন লুব্ধক চট্টোপাধ্যায়। পরিচালক নিজেই লিখেছেন এ ছবির চিত্রনাট্য। সহযোগী চিত্রনাট্যকার শৌভিক দাশগুপ্ত এবং সর্বাশিস সরকার। ছবিটির সংগীত পরিচালক জয় সরকার। কন্ঠদান করেছেন অবর্ণা রায় এবং শ্রাবণী রায়। ছবিটির নিবেদক ‘শ্রীমা ক্রিয়েশন’। মুখ্য প্রযোজক ‘প্যাস্টেল এন্টারটেইনমেন্টস অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড’। সহ প্রযোজক ‘অ্যাডভার্ব মুভিজ প্রাইভেট লিমিটেড’। সহযোগিতায় ‘চেরিপিক্স মুভিজ প্রাইভেট লিমিটেড’। কলকাতা-সহ গিরিডি এবং বিহারের মধুপুরে শুটিং হয়েছে ছবিটির। বাণিজ্যিক ভাবে মুক্তির আগে, এখনও পর্যন্ত মোট ৮টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘নীহারিকা’।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ইন্দ্রাশিস আচার্য-র প্রথম ছবি ‘বিলু রাক্ষস’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিতও হয়েছিল ছবিটি। আর এই সাফল্যের সুবাদে তিনি তৈরি করার সুযোগ পান ‘পিউপা’। এই ছবিটিও একই ভাবে সাফল্য পায় ২০১৮ সালে। এর ঠিক দু’বছর পর অর্থাৎ ২০২০ সালে ‘দ্য পার্সেল’ ছবিটির মাধ্যমেও জনপ্রিয়তা পান ইন্দ্রাশিস। তবে এত সাফল্যের পরেও, চতুর্থ ছবি ‘নীহারিকা’ তৈরি করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। কিন্তু সিনেমা তৈরি করার তাগিদ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি, তাই আর্থিক সমস্যা কাটাতে শেষ পর্যন্ত অনেকের সাহায্য নিয়ে ছবির কাজ শেষ করেন ইন্দ্রাশিস। আর এবার ট্রেলার লঞ্চ উপলক্ষ্যে ছবির বাণিজ্যিক মুক্তির তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল দক্ষিণ কলকাতা-র একটি ক্যাফে-তে। আগামী ২১ জুলাই মুক্তি পেতে চলেছে ‘নীহারিকা’(In the Mist)।