বিনোদনমূলক চ্যানেল আকাশ ৮-এর একটি অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘সাহিত্যের সেরা সময়’। বিখ্যাত সাহিত্যিকদের সেরা গল্প-উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিকগুলি প্রদর্শিত হয় এই সিরিজে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রয়াত লেখক বিমল মিত্রের ক্লাসিক উপন্যাস ‘কড়ি দিয়ে কিনলাম’। এবার ‘কড়ি দিয়ে কিনলাম’ সবার মন জয় করে নেবে বলে আশাপ্রকাশ করেছেন ধারাবাহিকটির পরিচালক সজল বোস, আকাশ ৮-এর বর্তমান ডিরেক্টর প্রিয়ঙ্কা সুরানা বারদিয়া এবং ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা।

বিমল মিত্রের বিখ্যাত উপন্যাস ‘কড়ি দিয়ে কিনলাম’ যারা পড়েছেন তারা জানেন যে, গ্রামের বাড়িতে বাবার নির্মম হত্যাকান্ড সচক্ষে দেখেছে দীপু ওরফে দীপঙ্কর সেন।বিধমা মা ছোটো দীপুকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছিল কলকাতা শহরের কালীঘাটে অঘোর ভট্টাচার্যের বাড়িতে। আশ্রিতা দীপুর মা অঘোর ভট্টাচার্যের বাড়িতে কাজ করে দীপুকে মানুষ করে।দীপুর অঘোর দাদু দীপুকে শিখেয়েছেন, এই  জগতে কড়ি দিয়ে সব কিছু কেনা যায়। কিন্তু দীপু তার মা-কে কথা দেয়, সে কাউকে কোনও দিন ঠকাবে না। কড়ি দিয়ে জীবন কেনা যায় না সে প্রমান করবে। 

অন্যদিকে বার্মায় লক্ষীকে তার বাবা কলকাতায় পাঠিয়ে দেন অন্য সম্প্রদায়ের একটি ছেলেকে ভালোবাসার জন্য।লক্ষী কলকাতায় এসে ওঠে অঘোর দাদুর বাড়ীর ভাড়াটে  কাকা শচীনবাবুর বাড়িতে। লক্ষীর সঙ্গে দীপুর একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে।লক্ষীর বাবা ভুবনেশ্বরবাবু লক্ষীর বোন সতীকে পড়াশোনার জন্য কলকাতায় পাঠায়। পরবর্তী সময় দীপু  সতী একে অপরকে ভালবাসলেও দু’জন দু’জনকে তাদের মনের কথা বলতে পারে না।একে অপরের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি হয়।ভাগ্যের পরিহাসে লক্ষী  সতীর জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে। কিন্তু দীপু কীভাবে জড়িয়ে পড়ে লক্ষী সতীর জীবনে, তাই এই কাহিনির গুরুত্বপূর্ণ অংশ, যা দর্শকদের ভালোলাগায় ভরিয়ে দেবে বলেই মনে করেন এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকলেই।    

আকাশ ৮-এর বর্তমান ডিরেক্টর প্রিয়ঙ্কা সুরানা বারদিয়া প্রসঙ্গত জানিয়েছেন, ‘বাংলা সাহিত্য প্রখ্যাত লেখকদের বিভিন্ন উল্লেখযোগ্য রচনা দ্বারা সমৃদ্ধ হয়েছে এবং সেই অবদান সমাজে এবং মানুষের মধ্যে আমূল পরিবর্তন এনেছে। এই বিশ্বাস রেখে আকাশ ৮-এর প্রাক্তন ডিরেক্টর প্রয়াত ঈশিতা সুরানা পোদ্দার পুনরায় শুরু করেছিলেন ‘সাহিত্যের সেরা সময়’ সিরিজটি। টেলিভিশন সিরিজ ‘সাহিত্যের সেরা সময়’ ২০০১ সালে প্রয়াত অশোক সুরানা চালু করেছিলেন। এই প্রচেষ্টার মূল কারণ ছিল বাংলার কিংবদন্তি লেখকদের কালজয়ী রচনার মাধ্যমে, তরুণ প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের সমৃদ্ধি ও গৌরব তুলে ধরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মধ্যবর্তিনী’ ছিল প্রথম গল্প যা এই সিরিজে প্রচারিত হয়েছিল এবং এটি তখন অত্যন্ত জনপ্রিয় এবং সফল হয়েছিল। ‘সাহিত্যের সেরা সময়’-এ ইতিমধ্যে ‘শ্বেত পাথরের থালা’ এবং ‘অগ্নিপরীক্ষা’ সম্প্রচার করেছে এবং ‘কড়ি দিয়ে কিনলাম’ এই সিরিজ-এর সর্বশেষ গল্প। প্রসঙ্গত জানাই যে, প্রশংসিত বাংলা উপন্যাস থেকে চমৎকার গল্প এনে  তরুণ প্রজন্মকে এই ধরনের মাস্টারপিস সম্পর্কে আলোকিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। যাতে তরুণ প্রজন্ম তাদের প্রকৃত শিকড়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকে। আমরা এখন বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ ধারাবাহিক হিসাবে সম্প্রচার করছি খুব যত্ন সহকারে।’

আসলে ‘কড়ি দিয়ে কিনলাম’-এ কীভাবে লক্ষ্মী এবং সতী তাদের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলিকে জয় করে এবং দীপু, যে সতীর প্রেমে পড়ে কিন্তু তার আবেগ প্রকাশ করতে ব্যর্থ হয়, তা অত্যন্ত মর্মস্পর্শী।

ধারাবাহিকটির পরিচালক সজল বোস জানিয়েছেন, ‘বিমল মিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ প্রাক-স্বাধীনতা যুগের সমাজকে প্রতিফলিত করে। জীবনধারা, বিশ্বাস, আচার-অনুষ্ঠান এবং সামাজিক রীতিনীতি সবই এই নির্দিষ্ট সময়কালের। টেলিভিশনের পর্দায় এর সব দিক সঠিকভাবে চিত্রিত করা বেশ কঠিন। তবে অভিনেত্রী অর্কজা, সুশ্রিতা এবং অভিনেতা অর্ণব সকলেই নিবেদিতপ্রাণ। আমি আশা করি, আমাদের দর্শকরা প্রশংসা করবেন আমাদের উদ্যোগকে।’

‘কড়ি দিয়ে কিনলাম’ ধারাবাহিকে লক্ষী-র চরিত্রে রূপ দিয়েছেন অর্কজা আচার্য, সতীর ভূমিকায় সুশ্রিতা ঘোষ, দীপু-অর্নব বিশ্বাস,অঘোর দাদু-সমীর বিশ্বাস,ভুবনেশ্বরবাবু- কৌশিক বন্দ্যোপাধ্যায়, দীপুর মা-দোলা চক্রবর্তী, শচীনবাবু-দেবনাথ চট্টোপাধ্যায়, শচীনবাবুর স্ত্রী -অ্যানি সেন, বিন্তি- সুকন্যা, চুন্নুনি- মৌমিতা এবং কিরন-এর চরিত্রে রূপদান করেছে  অনিকেত।

এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী লক্ষীরূপী অর্কজা আচার্য জানিয়েছেন, ‘লক্ষ্মী-র সমস্ত বৈশিষ্ট্যগুলিকে প্রতিনিয়ত ধরে রাখা আমার জন্য একটি কঠিন কাজ ছিল। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এ ব্যাপারে পরিচালক সজল বোস-এর আন্তরিক সাহায্যও পেয়েছি। তাই আমি নিজেকে সবসময় একজন ‘ডিরেক্টর’স অ্যাক্টর’ হিসাবে বিবেচনা করি।’

‘কড়ি দিয়ে কিনলাম’-এর অন্যতম মুখ্য অভিনেতা অর্ণব বিশ্বাস প্রসঙ্গত জানিয়েছেন, ‘দর্শকরা আমাকে ‘দীপঙ্কর সেন’-এর ভূমিকায় দেখতে পাবেন, যিনি ‘দীপু’’ নামে পরিচিত। এই চরিত্রে অভিনয় করাটা আমার পক্ষে খুব  চ্যালেঞ্জিং এবং সেইসঙ্গে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা, কারণ দর্শকরা এই চরিত্রটিকে চেনেন। যে চরিত্রটি একসময় রূপালি পর্দায়  প্রয়াত তাপস পাল অভিনয় করেছেন। তাছাড়া, টেলিভিশনের পর্দায় প্রধান অভিনেতা হিসেবে এটাই আমার প্রথম কাজ, তাই এর সেরা শেডগুলো তুলে ধরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’

যাইহোক, আকাশ ৮ চ্যানেল-এ ‘সাহিত্যের সেরা সময়’ সিরিজ-এ ‘কড়ি দিয়ে কিনলাম’ ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে ২৪ জুলাই থেকে। আপনারা এই ধারাবাহিকটি দেখতে পাবেন প্রতি সোম থেকে শনিবার সন্ধ্যা ৭টা৩০ মিনিটে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...