মুক্তি পেতে চলেছে হিন্দি ছবি ‘এক বেতুকে আদমি কি আফরাহ রাতেঁ’। শারদ রাজ পরিচালিত এই ছবিটি তৈরি হয়েছে ‘আ বার্কিং ডগ ফিল্মস অ্যান্ড জাইরা এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে। ছবিটির নিবেদক রোহনদীপ সিং এবং ‘জাম্পিং টমেটো স্টুডিয়োজ’। প্রযোজক শারদ রাজ, সেলিম জাভেদ এবং রোহনদীপ সিং।

এই ছবিটি ভারতের আধুনিক ছোটো শহরের বিচ্ছিন্নতার গল্প বলবে। পটভূমি মুজাফফরনগর এবং লখনউ। ঊনিশ শতকের রাশিয়ান সাহিত্য ‘Dream of a Ridiculous Man and White Nights’ (লেখকঃ Fyodor Dostoevsky) এবং মুন্সি প্রেমচাঁদের বিভিন্ন গল্প থেকে অনুপ্রণিত হয়ে ‘এক বেতুকে আদমি কি আফরাহ রাতে’ ছবির কাহিনি লিখেছেন পরিচালক শারদ রাজ স্বয়ং। তিনটি ছোটো গল্পের মালা গেঁথে তৈরি হয়েছে এই ছবিটি। একটি গল্পের সঙ্গে অন্য গল্পের নিবিড় সংযোগ এবং ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বলেও জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

পরিচালক শারদ রাজ প্রসঙ্গত জানিয়েছেন, ‘রাজনৈতিক অস্থিরতা, মানসিক উদ্বেগ, স্বাস্থ্য সংকট, সাম্প্রদায়িকতা প্রভৃতি এই ছবির কাহিনিতে থাকলেও, এই ছবিটি শেষ পর্যন্ত রাজনৈতিক নাটকে পরিণত হয়নি বলেই আমার ধারণা। বরং, অস্তিত্বের সংকট এবং অনেক বেশি সামাজিক ও ঐতিহাসিক বিষয় গুরুত্ব পেয়েছে ছবিটিতে। সময় এবং বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সবকিছুকে নিখুঁত ভাবে তুলে ধরার জন্য কিছু লং-টেক নিতে হয়েছে। অবশ্য তা দর্শকদের বিরক্তির বিষয় হয়ে উঠবে না, বরং বলা যায় অনেকটা কাব্যিক রূপে ধরা দেবে।’

প্রসঙ্গত পরিচালক আরও জানিয়েছেন, ছবির কাহিনির যে আসল পটভূমি, ওই লোকেশনেই শুটিং করা হয়েছে। তবে কিছুটা আর্থিক সমস্যার কারণে ছবিটি প্রযোজনায় কিছু বাধাবিঘ্ন এসেছিল, অবশ্য শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।

ছবিটির বিশেষত্ব প্রসঙ্গে জানানো হয়েছে, আদিল এবং অর্চনার উপর চিত্রিত ডান্স সিকোয়েন্স এই ছবিকে অন্য মাত্রায় উন্নত করেছে। এই ধ্রুপদ ফর্ম-এর এই ডান্স সিকোয়েন্স এক পৌরানিক কাহিনিকেও মনে করিয়ে দেবে দর্শকদের।

আদিল হুসেন, অর্চনা গুপ্তা, মিয়া মেলজার এবং রাজবীর ভার্মা অভিনীত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২২ সেপ্টেম্বর। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে ছবিটির ট্রেলার লঞ্চ করলেন পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীরা।

গত ১৪ মে টরন্টো সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে এবং টুলুসে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ছবিটির। টুলুসের চলচ্চিত্র সমালোচকরা ছবিটিকে ভালো রেটিং দিয়েছেন এবং ছবিটি দর্শকদের কাছ থেকে দুর্দান্ত প্রশংসা এবং প্রতিক্রিয়া পেয়েছে। আর এই সাফল্যের সুবাদে, এখন আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছেন একজন ফরাসি ডিস্ট্রিবিউটর। ডিসেম্বরে ফ্রান্সেও প্রদর্শিত হবে ছবিটি।

আরো গল্প পড়তে ক্লিক করুন...