ভূতের গল্পকে ঘিরে বাঙালিদের উত্তেজনার শেষ নেই৷ বাংলা সাহিত্যে তাই হেমেন্দ্রকুমার রায় তাঁর ভৌতিক গল্পের সম্ভার নিয়ে আজও বেস্ট সেলর৷বাংলা সিনেমায় ভূত নিয়ে গোটা কয়েক ছবি হয়েছে বটে কিন্তু এখনও  super natural elements বা para normal বিষয় নিয়ে ছবি হচ্ছে শুনলে, মানুষ নড়েচড়ে বসে৷

টলিউডে গোয়েন্দাদের নিয়ে ছবি বানানোর হিড়িক পড়েছে৷দর্শকেরা  ভূতের ছবি দেখতে বেশ পছন্দ করেন। তাই এর পাশাপাশি ভূতের ছবির ট্রেন্ড শুরু হলে মন্দ হয় না৷ ভূত শব্দটা শুনলেই মনে একটা শিহরণ জাগে।বহুদিন পর টলিউডে ফের ভূতের ছবি হতে চলেছে।জানা গেছে, এই ছবিতে ভালো রকম ভৌতিক কার্যকলাপ রয়েছে।

পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন এই ছবির পরিচালকের আসনে। এবার তাঁর পরিচালনায় জুটি বেঁধেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পায়েল। ইতিমধ্যেই এই ভৌতিক বিষয়ের ছবির শুটিং শেষ হয়েছে। পরমব্রতর পরিচালনায় ঋত্বিক এবং পায়েলের এই আসন্ন ছবিটির নাম ‘এখানে অন্ধকার’।

ছবির শুটিং হয়েছে লন্ডনে। এই প্রসঙ্গে বলতে গেলে অবশ্যই মনে পড়বে যে, লন্ডনের ভেজা ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া ভূতের গল্পের পটভূমি হওয়ার জন্য আদর্শ৷আর সেই জন্যই এই লোকেশনকে বেছে নিয়েছেন পরিচালক৷

কী গল্প বলবে এই ছবি? জানা গিয়েছে ‘এখানে অন্ধকার’ ছবিটি আসলে দুই বন্ধুর গল্প। লন্ডনে তারা মুখোমুখি হবে অনেক পুরোনো স্মৃতি নিয়ে৷ তারপর কী হয় সেটা নিয়েই এই ছবি। আদতে এটি একটি সাইকোলজিক্যাল হরর স্টোরি।

কিছুদিন আগেই পরমব্রত ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের দুজনের হাসিমুখ ধরা দিয়েছে সেই ছবিতে। এটি পোস্ট করে পরমব্রত লেখেন, 'একটা দারুণ অভিজ্ঞতা আজ শেষ হল। সম্প্রতি আমি এবং ঋত্বিক একটি বিশেষ বিষয় নিয়ে কাজ করা শেষ করলাম। আমি ওকে ধন্যবাদ জানাই এত ভালো একজন অভিনেতা এবং সহকর্মী হওয়ার জন্য। ওকে পরিচালনা করার সুযোগ পেয়ে আমি ধন্য। আগামী বছর যখন এটা মুক্তি পাবে তখন এই পোস্টটাকে মনে করবেন।'  পরমব্রতর পোস্ট থেকেই স্পষ্ট যে, ছবিটি আগামী বছর মুক্তি পেতে চলেছে। অর্থাৎ ২০২৪ -এ আসছে ‘এখানে অন্ধকার’।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...