প্রশ্ন – আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসত কিন্তু পারিবারিক চাপের কারণে তাকে অন্য জায়গায় বিয়ে করতে হয়েছিল। আমি এখনও তার ভালোবাসা ভুলতে পারি না। এখন বিয়ের পরে, সে আবার আমার কাছে আসতে শুরু করেছে। সে বলে, ‘আমরা ভালো বন্ধু হতে পারি, তাই না? সে তার বিবাহিত জীবনের সমস্যাগুলি আমার সাথে ভাগ করে নিতে শুরু করেছে। একদিন আমার বাড়িতেও এসেছিল। আমি একা ছিলাম। ছেলেটি আমার সঙ্গে শারীরিক ভাবে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে। আমিও দুর্বল হয়ে পড়ছিলাম কিন্তু হঠাৎ বাড়ির বেল বেজে ওঠাতে আমি নিজেকে সামলে নিই। আমি এখনও তাকে ভুলতে পারছি না ঠিকই, তবে এখন আমি তার সাথে সম্পর্ক রেখে তার স্ত্রীর সাথে প্রতারণা করতে পারি না। বয়ফ্রেন্ড-এর বক্তব্য, বিয়ে করে সে খুব বড়ো ভুল করেছে। পুরনো সব কিছু নাকি তার মনে পড়ে সবসময়। স্ত্রীকে ডিভোর্স দেওয়া নিয়ে কিছু কথা আমার সঙ্গে শেয়ার করে। আমি জানি না আমার কী সিদ্ধান্ত নেওয়া উচিত। খুবই বিভ্রান্ত বোধ করছি। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। আমাকে একটা উপায় দেখান দয়া করে । 

আপনার বয়ফ্রেন্ডের যদি সাহস থাকত, তাহলে সে আগে থেকেই অন্য জায়গায় বিয়ে করত না, তার কথায় অটল থেকে আপনাকেই বিয়ে করত। যদি তার পরিবার আপনাদের দুজনের বিয়ের বিপক্ষে থাকত, তাহলে সে অন্য জায়গায় বিয়ে করে আপনার সামনে অশ্রু ঝরানোর পরিবর্তে বিয়ে না করার সিদ্ধান্ত নিত। আসলে সে এখন আপনাকে বিভ্রান্ত করতে চাইছে। সে আপনার শরীর নিয়ে খেলতে চায়।

আপনি কেন আপনার নিজের জীবনকে বিভ্রান্ত করছেন? আপনার বয়ফ্রেন্ডকে পরিষ্কারভাবে বলুন যে আপনি আর কোনও সম্পর্ক রাখতে চান না। তাকে তার পরিবারের প্রতি মনোযোগ দিতে বলুন। আপনার সামনে এসে মিথ্যা অভিনয় করে কাঁদতে বারণ করুন। সে যখন পরিবারের কথায় বিয়ে করেছে তখন সেই সম্পর্ক তার নেভানো উচিত। এখন আপনার প্রতি মনোযোগ ছেড়ে ছেলেটির উচিত স্ত্রীয়ের উপর মনোযোগ দেওয়া। আপনাকে আরও কঠোর হতে হবে। তার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করুন। মোবাইল নম্বর ব্লক করুন। শক্ত ভাবে বলে দিন, যাতে সে আর আপনার বাড়িতে আসার সাহস না পায়।

আমরা আপনাকে পরামর্শ দেব যে এখন আপনার জীবনকে নতুন করে দেখার চেষ্টা করুন। নিজের বিয়ের কথা ভাবুন। আপনি যদি একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পান তবে ভবিষ্যৎ জীবনে আপনি নিজেই সুখী হবেন।

আরো গল্প পড়তে ক্লিক করুন...