কলকাতা-র এক অভিজাত ক্লাব-এ সম্প্রতি রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্ম পেশ করেছিল ‘সিলেক্ট ফিল্মস, সিলেক্ট কনভার্সেশনস’ শীর্ষক এক টক শো। আর এই ইন্টারেক্টিভ অনুষ্ঠানটিতে অংশ নিয়ে শর্ট ফিলম-এর সাফল্যের বিষয়ে নিজেদের মত বিনিময় করেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন, অভিনেতা জিম সার্ভ, পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌতুক অভিনেতা ও চিত্রনাট্যকার অনুভব পাল। কথোপকথন পর্বটির পরিচালনায় ছিলেন অভিনেত্রী মন্দিরা বেদী।

এই খ্যাতনামা শর্ট ফিল্ম প্ল্যাটফর্ম শুরু থেকেই এমন এক সৃজনশীল পরিবেশ গড়ে তুলেছে, স্বীকৃতিও দিয়েছে, যা শর্ট-ফরম্যাট ফিল্মমেকিংয়ে অসাধারণ স্মার্টনেস নিয়ে এসেছে।

অন-গ্রাউন্ড ফরম্যাট: এই লাইভ ফরম্যাটটির আয়োজন করা হয়েছিল ভারতের তিনটি হাব – গুরুগ্রাম, কলকাতা এবং পুনেতে। আর এই মনোগ্রাহী আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন  ভারতীয় চলচ্চিত্রের তারকারা।

অন-এয়ার ফর্ম্যাট: এই অনন্য চ্যাট শো কনসেপ্টটিকে তিনটি এপিসোড-এ ভাগ করা হয়েছিল। যেখানে জিম সার্ভ, বিজয় ভার্মা, কল্কি কোয়েচলিন, হুমা কুরেশি এবং সুজয় ঘোষ সিনেমার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন হোস্ট মন্দিরা বেদীর সঙ্গে ।

২৫ নভেম্বর গুরুগ্রামে অন-গ্রাউন্ড পর্বের সফল সূচনার পর, ‘সিলেক্ট ফিল্মস, সিলেক্ট কনভার্সশনস’ ৯ ডিসেম্বর শনিবার কলকাতার দ্য স্যাটারডে ক্লাব-এ আয়োজিত হয়েছিল। সন্ধ্যায়, হোস্ট মন্দিরা বেদী জিম সার্ভ, কল্কি কোয়েচলিন, পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনুভব পালের সঙ্গে এক মনোগ্রাহী কথোপকথনে অংশ নিয়েছিলেন। ‘কাল্পনিক নাকি মজাদর- কোনটি সবচেয়ে কঠিন ধারা?’ এই বিষয়টি ছাড়াও, ভারতীয় সিনেমার বিবর্তন, ঘরানার বৈচিত্র্য এবং শর্ট ফিল্ম ফর্ম্যাটকে ঘিরে জমে উঠেছিল আলোচনা। কথোপকথন অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতাদের কাছ থেকেও ভালো রেসপন্স পেয়েছিল।

পার্নড রিকার্ড ইন্ডিয়া-র সিএমও কার্তিক মহিন্দ্র অ্যাক্টিভেশন প্ল্যাটফর্মের মতাদর্শ সম্পর্কে জানিয়েছেন, ‘পরপর বেশ কয়েক বছর ধরেই এমন শর্ট ফিল্ম তৈরী করছি আমরা, যার মাধ্যমে সিনেমা-প্রেমীদের  কাছে পৌঁছে যাচ্ছে বিশ্ব-মানের বিনোদন। আর এই ভাবেই ভারতীয় শর্ট ফিল্মগুলির জন্য এটি হয়ে উঠেছে অন্যতম এক ‘গন্তব্য’। সিলেক্ট ফিল্ম, সিলেক্ট কনভার্সেশনস ব্র্যান্ডের এই ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম, এই মতাদর্শের একটি মূর্ত প্রতীক, যেখানে আমরা শর্ট ফিল্ম ফর্ম্যাটের মৌলিকতা এবং সৃজনশীলতার অন্বেষণ করতে চা

হোস্ট হিসাবে প্ল্যাটফর্মের সঙ্গে তাঁর সংযোগ সম্পর্কে বলতে গিয়ে, অভিনেত্রী মন্দিরা বেদী জানিয়েছেন, ‘রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত বোধ করছি। বিভিন্ন গল্পকার এবং শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা এবং সিনেমা সম্পর্কে তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি উপলব্ধি করাটা এক দুর্দান্ত সুযোগ।’

অভিনেতা জিম সার্ভ জানিয়েছেন, ‘রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্ম অয়োজিত সিলেক্ট ফিল্মস,সিলেক্ট কনভার্সেশনস পর্বে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অনন্য অভিজ্ঞতার অংশ হতে পেরে এবং ইন্ডাস্ট্রি থেকে আমার সমসাময়িকদের সঙ্গে সিনেমা সংক্রান্ত কথোপকথনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’

অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মস ভারতে শর্ট ফিল্ম ফর্ম্যাট প্রচারের ক্ষেত্রে একটি ট্রেলব্লেজার হিসাবে আবির্ভূত হয়েছে। ‘সিলেক্ট ফিল্ম, সিলেক্ট কনভার্সেশনস’-এর মাধ্যমে বিভিন্ন শিল্পী এবং স্টোরিটেলারদের সঙ্গে একটা সিনেমাটিক আলোচনায় অংশ নেওয়ার একটি চমৎকার অভিজ্ঞতা হয়েছে আর এই ধরনের আরও সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কৌতুক অভিনেতা ও চিত্রনাট্যকার অনুভব পাল জানিয়েছেন,  ‘রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মের জন্য ‘ব্যাডমিন্টন’ লেখার পর, ‘সিলেক্ট ফিল্ম’, সিলেক্ট কনভার্সেশনস-এর জন্য আবারও এই প্ল্যাটফর্মের সঙ্গে হাত মেলাতে পেরে আমি আনন্দিত।  এটি একটি প্রশংসনীয় প্রয়াস এবং আমি শর্ট ফরম্যাট ফিল্মের সমস্ত আকর্ষণীয় দিক নিয়ে আলোচনা করার জন্য এই ধরনের আরও টক শো-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

অভিনেত্রী কল্কি কোয়েচলিন জানিয়েছেন, ‘আজকের বিশ্বে কনটেন্ট ব্যবহারের ধরণে পরিবর্তনের সঙ্গে ভারতীয় সিনেমার জন্য এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময়। আমি মনে করি, আমাদের শিল্পের জন্য এটা একটা রূপান্তরমূলক সময় এবং এটা সেই ধরনের প্ল্যাটফর্ম যা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মসের সুবাদে, সিনেমার জগতের আরও গভীরে প্রবেশ করতে পারার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

গুরুগ্রাম এবং কলকাতায় সাফল্যের পর, রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মসের ‘সিলেক্ট ফিল্ম, সিলেক্ট কনভার্সেশন’-এর পরবর্তী গন্তব্য ছিল পুনে এবং ওখানেও দর্শক-শ্রোতাদের থেকে দারুণ সাড়া পাওয়া গেছে বলে জানানো হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

আরো গল্প পড়তে ক্লিক করুন...