ষষ্ঠ বর্ষে পড়ল হালিসহরের ছন্দে ছন্দে নৃত্য গোষ্ঠীর বার্ষিক উৎসব টুইঙ্কল টো। আগামী ২ থেকে ৪ জানুয়ারি নৈহাটীর ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হবে এই নৃত্য উৎসব। তিন দিনের অনুষ্ঠানে থাকছে ভারতনাট্যম, ওডিসি, কুচিপুরি,ক্যান্দ্যান নৃত্য (শ্রীলঙ্কা)। দেখা যাবে আয়োজক দলের তরফে সুমিতা ভট্টাচার্য্যের নৃত্য নির্দেশনায় নতুন প্রযোজনা  নাট্যনৃত্য " বিপদ ভঞ্জন শ্রী মধুসূধন"যার নাট্য নির্দেশনায় সৃজক চ্যাটার্জি,  মঞ্চে সৌমেন্দ্র নাথ দত্ত। থাকছে নৃত্য নাট্য "বাল্মিকী প্রতিভা "।উৎসবের অঙ্গ হিসেবেই থাকছে নাচের ওয়ার্কশপ, আলোচনাচক্র, সেমিনার ইত্যাদি।
Dance
প্রোথিতযশা নৃত্য শিল্পী তথা ছন্দে ছন্দে-র কর্ণধার সুমিতা ভট্টাচার্য নির্দেশিত এই উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এর ফাষ্ট সেক্রেটারি রঞ্জন সেন,বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি ও লেখক গুলাম কুদ্দুস, নৃত্য শিল্পী সুদর্শন চক্রবর্তী, কোহিনুর সেন বরাট, নাট্যকার তীর্থঙ্কর চন্দ , রাজ্যের মন্ত্রী ও অভিনেতা পার্থ ভৌমিক এবং আরও অনেকে। উৎসবে কুচিপুড়ি নৃত্য পারফর্ম করবেন ত্রিপুরার ববি চক্রবর্ত্তী। শ্রীলঙ্কার কান্দ্যান নৃত্য উপস্থাপন করবেন বুদ্ধি ইদিরিসিংহে। থাকছেন টরেন্টো, কানাডার আবৃত্তিকার দেবাশিস গাঙ্গুলি। বাংলাদেশের নৃত্য পরিবেশনায় থাকছেন ঢাকার বহ্নিশিখা। সুমিতা আশাপ্রকাশ করেন, অন্য বছরের মতো এবারও জমজমাট উৎসব হবে সংস্কৃতিপ্রেমী মানুষের বিপুল উৎসাহে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...