প্রশ্ন : আমি ২৮ বছর বয়সি বিবাহিত যুবক। ৩ বছর আগে বিয়ে হয়েছে এবং দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের প্রথম দুই বছর ঘুরে ফিরে বেড়িয়ে রোমান্স করে আমাদের কেটেছে। তখন মনে হতো এভাবেই সারাটা জীবন কাটবে। কিন্তু ছেলের জন্মের পর থেকেই স্ত্রী-র ব্যবহারে আমূল পরিবর্তন আসে। সহবাসের কথা শুনলেই স্ত্রী দূরে সরে যায় অথচ আগে যৌনসম্পর্কের জন্য ব্যাকুল থাকত। উত্তেজিত করার চেষ্টা করলেও বিশেষ একটা উৎসাহ দেখায় না। কখনও কখনও আমার মনে হয় নিজের স্ত্রীকেই আমি ধর্ষণ করছি। দৈনন্দিন বাড়ির আর-পাঁচটা কাজের মতোই, সেক্সটাকে ও কোনও ভাবে কাটিয়ে যেতে চায় আজকাল। মাঝে মাঝে ভাবি আগের উৎসাহ কোথায় গেল ওর? সব দম্পতিদের মধ্যেই কি এরকমই হয়?
উত্তর: বাস্তবকে মাথায় রেখে যদি বিচার করেন তাহলে বিয়ের প্রথম বছরগুলোর সঙ্গে পরের সময়ের তুলনা করে শুধু শুধু অবসাদগ্রস্ত হবেন না। বিয়ের প্রথম দিকে শুধু রোমান্স করা সম্ভব হয়, কারণ দায়িত্ব প্রায় কিছুই থাকে না সেই সময়। আপনি শুধু নিজেকে নিয়ে ভাবছেন, স্ত্রী-র দিকটাও আপনার ভেবে দেখা উচিত। প্রথম, গর্ভাবস্থায় ৯ মাস কাটানো, তারপর সন্তানের জন্ম দেওয়া এবং শিশুর চব্বিশ ঘন্টা দেখাশোনা। এর মধ্যে যদি আপনি স্ত্রী দ্বারা সামান্য অবহেলিত হন, তাহলেও আপনার পরিস্থিতি বোঝাটা উচিত। বরং ঘরের কাজে আর সন্তানের দেখাশোনা করতে স্ত্রী-কে আপনার সাহায্য করা উচিত।
আর্থিক সমস্যা না থাকলে, পরিচারিকা রেখে দিতে পারেন, তাতে আপনার স্ত্রী কিছুটা বিশ্রাম পাবেন। সন্তান কিছুটা বড়ো হয়ে গেলে আবার আপনারা আগের অবস্থায় ফিরে যেতে পারেন। তবে বিয়ের শুরুর দিনগুলোর মতো না হলেও, আপনারা আনন্দ লাভ করতে পারবেন সেটা হলফ করে বলতে পারি।
প্রশ্ন: আমি ৩০ বছরের বিবাহিতা। আমার দাম্পত্য জীবন সুখের নয়। অবশ্য এর জন্য আমি নিজেকেই দায়ী বলে মনে করি। আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন। আমিও ওনাকে ভালোবাসি। সবই ঠিকঠাক আছে কিন্তু সহবাসের সময় আমি অসম্ভব আড়ষ্ট হয়ে পড়ি, এমনকী আমাকে চুম্বন বা আলিঙ্গন করতে এলেও আমি বাধা দিই। স্বাভাবিক ভাবেই স্বামী আমার উপর রেগে যান। অথচ স্বামী যখন চোখের সামনে থাকেন না, তখন ওনার স্পর্শ পাওয়ার জন্য আমি ব্যগ্র হয়ে উঠি। ওনাকে যৌনসুখ দেবার জন্য মন আনচান করতে থাকে। এই অবস্থায় আমি কী করব, যাতে স্বামীকে যৌনসুখ দিতে পারি?
উত্তর: আপনার সমস্যার সমাধান আপনার নিজের কাছেই আছে। আপনার বোঝা উচিত দাম্পত্যে সেক্সের ভূমিকা অপরিসীম। সুতরাং আপনার স্বামী যখন আপনার সঙ্গে সহবাসের ইচ্ছে প্রকাশ করেন তখন আপনার সমর্পণ আশা করেন তিনি। মানসিক ভাবে আপনার আরও সক্রিয় হওয়া দরকার এবং স্বামীকে দৈহিক সুখ দেওয়া আপনার কর্তব্য। আপনি স্বামীকে এর থেকে বঞ্চিত রাখতে পারেন না। সহবাসের সময় নিজেকে সক্রিয় রেখে দেখুন, আপনার দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে।