কলকাতা-র ইএম বাইপাস সংলগ্ন মিলনমেলা গ্রাউন্ড-এ অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মাইনিং এক্সপো ২০২৫’ (আইএমই ২০২৫), অর্থাৎ, আন্তর্জাতিক খনি, সরঞ্জাম ও খনিজ প্রদর্শনী ২০২৫ -এর ১১তম সংস্করণে ৪০টিরও বেশি অস্ট্রেলিয়ান কোম্পানি খনি সরঞ্জাম, প্রযুক্তি এবং পরিষেবার (এমইটিএস) ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিশ্বব্যাপী নেতৃত্বের অবস্থান প্রদর্শন করল।
অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড) অস্ট্রেলিয়ার অংশগ্রহণকে ইনভেস্ট অ্যান্ড ট্রেড ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া; ইনভেস্টমেন্ট নিউ সাউথ ওয়েলস; ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কুইন্সল্যান্ড; অস্টমাইন – অস্ট্রেলিয়ার বৃহত্তম খনি শিল্প সংস্থা-র সঙ্গে অংশীদারিত্ব একত্রিত করেছে এবং এটি দক্ষিণ অস্ট্রেলিয়া সরকারের রাজ্য উন্নয়ন বিভাগ দ্বারা সমর্থিত।
প্রদর্শনীতে অস্ট্রেলিয়ান অংশগ্রহণে পরামর্শ, অনুসন্ধান, খনির আইটি, খনির সরঞ্জাম, পরিবেশগত ও কম কার্বন খনির এবং মান ও নিরাপত্তার মতো অস্ট্রেলিয়ান এমইটিএস সংস্থাগুলির একটি ক্রস সেকশন অংশ নিয়েছিল।
‘অস্ট্রেড’ একটি অস্ট্রেলিয়ান মাইনিং অ্যান্ড রিসোর্স ইনভেস্টমেন্ট সেমিনারের আয়োজন করে, যেখানে গুরুত্বপূর্ণ খনিজ এবং তামার জন্য নিরাপদ এবং টেকসই সরবরাহ শৃঙ্খল তৈরির উপর আলোকপাত করা হয়, যা উন্নত প্রক্রিয়াকরণ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং যা উভয় দেশের কার্বনমুক্তকরণ এবং পরিষ্কার শক্তির রূপান্তরকে সমর্থন করে।
‘অস্ট্রেড’ ও ‘উইমেন ইন মাইনিং ইন্ডিয়া’ যৌথভাবে খনিতে মহিলাদের নেতৃত্বের সুযোগ তৈরি করে দিয়েছে। মাইনিং-এ বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি সম্পর্কিত সিম্পোজিয়ামের আয়োজন করে ‘অস্ট্রেড’ ও ‘উইমেন ইন মাইনিং ইন্ডিয়া’। অস্ট্রেলিয়ান ফার্স্ট নেশনস প্রতিনিধিদল তাদের পেশাদার সম্প্রদায়ের মধ্যে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা ভাগ করে নেয়।

অস্ট্রেলিয়ার অংশগ্রহণ সম্পর্কে বলতে গিয়ে, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড) এর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার নাথান ডেভিস প্রদর্শনীতে উপস্থিত থেকে জানিয়েছেন, ‘আমরা আইএমই ২০২৫ -এ ৪০ টিরও বেশি অস্ট্রেলিয়ান এমইটিএস সরবরাহকারীর সঙ্গে উপস্থিত থাকতে পেরে গর্বিত। অস্ট্রেলিয়া একটি নিরাপদ, আরও উৎপাদনশীল এবং টেকসই খনি খাত গড়ে তোলার ক্ষেত্রে ভারতের বিশ্বস্ত অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ। সহযোগিতা, উদ্ভাবন এবং ভাগ করা উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে, আমরা আত্মবিশ্বাসী যে, অস্ট্রেলিয়ান এমইটিএস প্রতিনিধিদল বৃদ্ধি এবং কার্বন নিঃসরণের জন্য নতুন পথ খুলে দেবে।’
অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে খনি ও খনিজ সম্পদ খাতে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং উন্নয়নের সুবিধার্থে, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।





