আমার বয়স ২৫সমস্যাটা হল আমার বয়ফ্রেন্ড আমায় বিশ্বাস করে নাএক বছর হয়ে গেল আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু এখনও ওর মনে আমার প্রতি অবিশ্বাস রয়ে গেছেওর কাজে, কথায় সেই অবিশ্বাস বারবার স্পষ্ট হয়এর নেপথ্যে অবশ্য অন্য একটি কারণ আছেবছর দুয়েক আগে যখন আমার ব্রেক আপ হয়, তখন আমার প্রাক্তন প্রেমিক আমার সম্পর্কে কিছু মিথ্যা কুৎসা সোশ্যাল সাইট-পোস্ট করেএই অসত্য কথনের মধ্যে দিয়ে সে প্রমাণ করতে চায় আমি একজন ‘চিটব্যাপারটা আমারবন্ধু-বান্ধবের বৃত্তে এতটাই ছড়িয়ে যায়, যার মাশুল আমায় এখনও দিতে হচ্ছেআমার বর্তমান বয়ফ্রেন্ড সেই ঘটনার জেরেই আমায় অবিশ্বাস করেসে মাঝেমাঝেই বলে আগুন থাকলে ধোঁয়াও থাকেঅর্থাৎ যা রটে তার কিছুটা সত্যিআমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিকিন্তু ভয় পাচ্ছি এই অবিশ্বাস পরবর্তীকালে বড়োসড়ো কোনও সমস্যার সৃষ্টি করবে না তো?

 

আপনার বয়ফ্রেন্ড এক বছরেও আপনাকে বিশ্বাস করতে পারেননি যখন, তখন আগামী দিনেও একটা সন্দেহ তার থেকেই যাবে। তবে নিঃসন্দেহে সে খানিকটা অপরিণত মানসিকতার পরিচয় দিচ্ছে। সে সত্যিটা খতিয়ে দেখার চেষ্টা না করে শোনা কথায় সিদ্ধান্ত নিচ্ছে। আপনি তাকে খোলাখুলি বলুন এভাবে কোনও ভবিষ্যৎ পরিকল্পনা করা সম্ভব নয়। ইট উইল নট ওয়ার্ক।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...