শিশুদের বোধশক্তি যেহেতু কম, তাই তাদের যত্নে রাখার দাযিত্ব মা-বাবার উপর বর্তায়। আর এই যত্নে রাখার মধ্যে অন্যতম বিষয় হল বডি হাইজিন বজায় রাখা। অতএব, জেনে নিন শিশুদের বডি হাইজিন মেনটেইন করবেন কী করে।

  • বাচ্চাকে প্রতিদিন সম্পূর্ণ স্নান করার অভ্যাস করান
  • স্নানের সময় বাচ্চারা যেন শরীরের বিভিন্ন অংশ, যেমন হাত, পা, বগল, কোমর, নাভি, হাত ও পাযে জযে্টস, আঙুলের খাঁজ, কুঁচকি, নিতম্ব প্রভতি ভালো ভাবে ধোয়, সেই অভ্যাস তৈরি করান
  • স্নানের পর বাচ্চাকে পরিষ্কার জামাকাপড় পরাবার অভ্যাস করান এবং ইনার গারমেন্টসও চেঞ্জ করতে শেখান
  • সপ্তাহে দুবার বাচ্চার চুল শ্যাম্পু দিযে পরিষ্কার রাখার অভ্যাস করান। এতে বাচ্চার স্কাল্পে তেল, ধুলোময়লা ইত্যাদি জমবে না এবং জীবাণু বাসা বাঁধবে না।
  • বাচ্চার হাত ও পাযে নখ সপ্তাহে একবার করে কেটে দিন
  • মাথার চুল বেড়ে গেলেই কাটানোর ব্যবস্থা করুন
  • বাচ্চার পার্সোনাল হাইজিন-এর জিনিসপত্র নিয়মিত পরিষ্কার রাখুন।
আরো গল্প পড়তে ক্লিক করুন...