রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন নাটক নিয়ে৷ তারপর থিয়েটারে অভিনয় এবং নাটক পরিচালনা৷ ক্রমশ সিনেমায় অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়া এবং দর্শকদের অতি প্রিয় অভিনেতা হয়ে ওঠা৷ এরই ফাঁকে হয়তো কোথাও লালিত হচ্ছিল সিনেমা নির্দেশনায় আসার ইচ্ছেটা৷ স্টেজে একদা বেশ সফল হয়েছিল তাঁর পরিচালিত নাটক চৌমাথা৷ এবার সেই আত্মবিশ্বাস-কে সঙ্গী করেই ক্যামেরার পেছনে অনির্বাঁণ ভট্টাচার্য৷ সিনেমা পরিচালনায় পদার্পণের খবরের সঙ্গে সঙ্গে জানা গেছে যে, ছবির ফিমেল লিড ও ঠিক হয়ে গেছে৷ অনির্বাণের প্রথম ছবিতে কাজ করবেন সোহিনী সরকার।
পর্দায় অনির্বাণ-সোহিনীর জুটি বিশেষ ভাবে পছন্দ করেন দর্শকরা। অরিন্দম শীল পরিচালিত ধারাবাহিক ‘ভূমিকন্যা’, কিংবা হইচই-এর পর্দায় ‘মানভঞ্জন’ বা বোমকেশের সত্যবতী, দুজনের স্ক্রিন প্রেজেন্স বরাবরই মুগ্ধ করে দর্শকদের৷। সেই জুটিই এখন ফিরছে ভিন্নভাবে।
ছবির নাম ‘মন্দার’। জানা গেছে এই ছবি আসলে ম্যাকবেথ-এর একটি অ্যাডাপ্টেশন। সমুদ্রতীরের পটভূমিতে দানা বাঁধবে গল্প৷ ছবিটি তৈরি হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম হইচই-এর জন্য। মাত্র কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় তাঁর উড বি রণজয়ের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল সোহিনীকে৷ ফিরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন অনির্বাণের সঙ্গে ছবির শুটিং-এ৷ মন্দারমণি সমুদ্রসৈকতে চলছে শুটিং৷
অনির্বাণ তাঁর কাজের বিষয়ে যতটা সিরিয়াস ঠিক ততটাই পার্ফেকশনিস্ট৷ প্রথমবার ছবি পরিচালনা, তাই অসম্ভব পরিশ্রম করেছেন হোমওয়ার্কে৷ তবে সোহিনী সরকার ছাড়া এই ছবিতে আর কাকে দেখা যাবে, এখনও তা খোলসা করেননি পরিচালক৷
সোহিনীর সঙ্গে অনির্বাণের অফ স্ক্রিন সম্পর্কের গুঞ্জনে একসময় টালিগঞ্জ সরব হলেও, এখন নিছকই বিশেষ বন্ধুত্বে বিষয়টার পরিসমাপ্তি ঘটিয়েছেন দজনেই৷ ভালো শিল্পী হিসাবে দুজনের ভালো বন্ডিংটাই এবার কাজ করবে এই ছবিতে, এমনটাই আশা করছেন দর্শকরা৷