কখনও তিনি অপু, কখনও ফেলু মিত্তির। আবার কখনও তিনি উদয়ন পন্ডিত। ময়ূরবাহন কিংবা দেবদাস হিসাবেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অবশ্য পর্দায় চরিত্রের বদল হলেও, চরিত্রগুলোর রূপায়ণে ছিলেন একজনই এবং তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়।
জীবন জুড়ে নানা রকমের কাজ করে গেছেন তিনি। চলচ্চিত্রে রূপদান থেকে ছবি আঁকা, পত্রিকা সম্পাদনা করা, গল্প-কবিতা লেখা, কবিতা আবৃত্তি করা প্রভৃতি সব মিলিয়ে সৌমিত্র মানেই ছিল চমক, ছিল একরাশ মুগ্ধতা। যে কাজই করে থাকুন, তা তিনি করেছেন দক্ষতার সঙ্গে। কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই! শুধু থেকে গেছে প্রয়াত এই শিল্পীর অসংখ্য শিল্পকৃতিত্ব। তাই তাঁর স্মরণে, ১৩ই জানুয়ারি, ২০২১ আইসিসিআর-এর স্পাইসেস এন্ড সসেস-এ প্রকাশিত হল ‘অপুর পাঁচালী’ শীর্ষক একটি দেওয়াল ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডার প্রকাশিত হল--- সুরজিৎ কালা, রুপক সাহা,সুদীপ্ত চন্দ প্রমুখের যৌথ উদ্যোগে এবং দেবাশিস মুখোপাধ্যায় এর বিশেয সহযোগিতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র-পুত্র সৌগত চট্টোপাধ্যায়,রূপক সাহা,দেবজ্যোতি মিশ্র, পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়,সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং আরও অনেক গুণীজন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা কাজের অলিগলি ঘুরে, এ ক্যালেন্ডার এক সংগ্রহযোগ্য হয়ে উঠবে বলেই মনে করছেন ব্যাবস্থাপকরা। সত্যজিৎ থেকে মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, অসিত সেন প্রমুখ বিখ্যাত পরিচালকদের হাত ধরে, পরবর্তী প্রজন্মের সন্দীপ রায়, ঋতুপর্ণ ঘোষ, অতনু ঘোষ, অনীক দত্ত, শিবপ্রসাদ-নন্দিতা এবং অন্যান্য অনেকের কাজের মাধ্যমে-ই নতুন ভাবে মুগ্ধ করেছেন সৌমিত্র। ক্যালেন্ডার-এ রয়েছে সিনেমার পোস্টার এবং বুকলেট-এর ছবি। রবীন্দ্র কবিতার আবৃত্তি থেকে ছবির গানের রেকর্ডের কভার, কবিতার বই লেখা থেকে 'এক্ষণ' পত্রিকা সম্পাদনা, সবই ধরা আছে ক্যালেন্ডার-এ। আর যেহেতু খুব ভালো ছবি আঁকতেন সৌমিত্র, তাই ক্যালেন্ডারের একটা পাতা জুড়ে থাকছে তাঁর আঁকা আত্মপ্রতিকৃতি থেকে শুরু করে, নানা রকমের ছবি। সব মিলিয়ে, এই ক্যালেন্ডার-এ সৌমিত্রকে তুলে ধরা হয়েছে নানা ধারায়।