আজকাল মানুষের মধ্যে সেলফি তোলার Fashion অনেক বেড়ে গেছে। বিশেষ করে মেয়ে ও মহিলারা তাদের জীবনের ছোট ছোট ঘটনাগুলোও সেলফির মাধ্যম সোশ্যাল পেজে তুলে ধরতে চান। এটাই এখন নতুন ফ্যাশন। পোশাকটি নতুন হোক বা হেয়ার স্টাইল বা মেক-আপ, সেরা স্টাইলে ছবি তোলার জন্য দিনে অনেকবার তাদের সেলফি তুলতে দেখা যায়। তবে মনে রাখা দরকার, Fashion করতে নিজের পারফেক্ট সেলফি তোলাটাও কিন্তু কোনও ছোট বা সহজ ব্যাপার নয়।
অনেক সময় এমন হয় যখন আয়নায় আমাদের চেহারা খুব হাসিখুশি দেখায় কিন্তু সেলফি তোলার সময় মুখের চেহারা অস্বাভাবিক মনে হয়। কখনও মুখের দাগ ফুটে ওঠে, আবার কখনও মুখের বাড়তি মেদ নজরে আসে। সেই সঙ্গে সেলফি পোজও আমরা যেভাবে নিতে চাই ঠিক সেভাবে ছবিটাও হয় না। এমন পরিস্থিতিতে মেক-আপ সম্পর্কিত কিছু আইডিয়া সম্পর্কে জানা জরুরি, যার সাহায্যে আপনি পারফেক্ট সেলফি তুলতে পারবেন।
১) - সেলফি তোলার জন্য স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক অপরিহার্য
আপনার ত্বক যদি ভেতর থেকে সুস্থ ও সতেজ থাকে, তাহলে আপনার মেক-আপও সুন্দর হবে। আসলে কোমল, মসৃণ ও হাইড্রেটেড ত্বকে মেক-আপ ভালো দেখায। ত্বকের ধরন অনুযায়ী ভালো ক্লিনজার, এক্সফোলিয়েটর ও ময়েশ্চারাইজার কাস্টমাইজ করুন, যাতে সেলফি তোলার আগে হাইলাইটারের প্রয়োজন না হয়।
২) - সঠিক ফাউন্ডেশন-এর শেড বেছে নেওয়া প্রয়োজন
একটি ভালো সেলফি তোলার জন্য, নিখুঁত শেডের একটি নিখুঁত ফাউন্ডেশন দরকার যা সম্পূর্ণ কভারেজ দেবে আপনার ত্বককে। এর মাধ্যমে সেলফি তোলার সময় আপনার কোনও ধরনের ফিল্টারের প্রয়োজন হবে না। এটি প্রয়োগ করার পরে, আপনার ত্বকের রং সর্বত্র সমান দেখাবে এবং বেস কেকটি দৃশ্যমান হবে না। ফ্ল্যাশ লাইটে সেলফি তুলতে চাইলে সঠিক ফাউন্ডেশন ব্যবহার করুন এবং মুখের রঙের সঙ্গে ম্যাচ করিয়ে ফাউন্ডেশন-এর শেড নির্বাচন করুন।
৩) - সঠিকভাবে মিশ্রিত(blend) করুন