বহু প্রচেষ্টা চালিয়েও যাদের অবাধ্য ত্বক বশ্যতা স্বীকার করে না, তাদের জন্য ‘জেট পিল' এক দারুণ বিশ্বস্ত থেরাপি। এটি কেবল অনাবশ্যক দাগছোপ, বলিরেখাই দূর করে না, এক ধাক্কায় আপনার বয়সটাও কমিয়ে দেয় খানিকটা। তাই ওয়ার্কিং লেডি কিংবা হাউজওয়াইফ সকলেই কম-বেশি এই বিউটি থেরাপির ব্যাপারে আগ্রহী। এখনও যারা  এই ‘জেট পিল ’ সম্পর্কে অবহিত নন, তাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা আসলে কী ?

মূলত ‘জেট পিল’ হল এমন একটি পেনলেস ট্রিটমেন্ট, যেটি কেবলমাত্র ত্বকের উপরিভাগেই নয়, এয়ারসোল স্প্রে-র মাধ্যমে ত্বকের গভীরে ঢুকে অক্সিজেন, জল এবং অ্যাকটিভ সিরামের সাহায্যে স্কিন রিপেয়ার করতে সাহায্য করে। যার ফলে স্কিনে আল্ট্রা হাইড্রোজেনের ঘাটতি পূরণ হয়। রক্ত সঞ্চালন বাড়ে। ফলে ত্বক হয় ঝকঝকে পরিষ্কার, মরা কোশবিহীন এবং আর্দ্রতা সম্পন্ন। এটি বলিরেখা ও অবাঞ্ছিত দাগছোপ দূর করার জন্য ভীষণ ভাবে কার্যকরী।

এছাড়াও অ্যাকনে, ব্রণ, ফুসকুড়ি, মেলাজমা, মাইক্রোডার্মা এবং স্কিন রিজুভিনেশন-এর জন্যও উপযোগী। স্কিনের টেক্সচার অনুযায়ী সব ধরনের স্কিনেই এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এব্যাপারে কিছু শিডিউল মেনটেন করে টাচ-আপ করা হয়। সাধারণত ১৪-৩০ দিন অন্তর একটা করে সিটিং দেওয়া হয়ে থাকে। তবে আপনার স্কিনের কন্ডিশনের উপরই নির্ভর করবে, আপনাকে ক'টা সিটিং নিতে হবে বা ক’মাস ট্রিটমেন্ট করাতে হবে। একটা সিটিং নিলেই বুঝতে পারবেন, আপনার ত্বক আগের তুলনায় কতটা স্মুদ হয়েছে।

Jet Peel -এর প্রয়োগ বিধি

প্রথমে হাত ও মুখ ভালো করে ধুয়ে, টিস্যু পেপারের সাহায্যে মুখের জল শুকিয়ে নেওয়া হয়। তারপর পেশেন্টের স্কিনের সমস্যা অনুযায়ী মেডিসিন স্লাইং মেশিনে দেওয়া হয়। এবার যে-পেনটি স্লাইং মেশিনে কানেক্ট করা থাকে, সেটির দ্বারা প্রবলেমেটিক এরিয়ায় মিনিমাম প্রেশারে পিলিং শুরু করা হয়। এতে মুখের উপর একটা কুলিং এফেক্ট চলে আসে।

পরে স্কিনের যে-অংশ ঢিলে হয়ে গেছে, সেখানে বিশেষ পদ্ধতিতে স্ট্রেচ করে পিলিং করা হয়। বাকি জায়গায় স্ট্রেচিং-এর প্রয়োজন পড়ে না, পেন প্রেশার দিয়েই কাজ সারা হয়। পুরো ব্যাপারটায় সময় লাগবে ২০ থেকে ২২ মিনিট। নিয়মানুযায়ী ফোরহেড থেকে শুরু হয় পিলিং। তারপর নাক, পরে বাকি অংশ। মাথায় রাখবেন মেডিসিন নেওয়ার সময় প্রতিবার ১ মিলিলিটার অর্থাৎ ১০০ মিলিলিটার স্লাইং-এ ১ মিলিলিটার মেডিসিন ব্যবহার করা হয়। ভালো করে মিশিয়ে নিতে হবে এই ওষুধ। মেডিসিন মেশানোর সময় চোখ ঢাকতে ভুলবেন না। জেট পিলের জন্য প্যাকেজ অনুযায়ী তিনটি সিটিং-এ খরচ পড়বে আনুমানিক ২৫,০০০ টাকা।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...