নিজেকে সুন্দরী করে তুলতে বিয়ের আগে নিজের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একদিনে ত্বককে পারফেক্ট করা সম্ভব নয়। তাই বিয়ের রাতে ক্যামেরার প্রতিটি ফ্ল্যাশেই ফোটোজেনিক হয়ে উঠতে আগাম পরিকল্পনা জরুরি। প্রয়োজন স্পেশাল কেয়ারের। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশ্রাম, ভালো ঘুমের সঙ্গে দরকার ত্বকের নিয়মিত দেখভাল। ঘরোয়া পদ্ধতির সঙ্গে আধুনিক উপায়— দুটোই এক্ষেত্রে দারুণ কার্যকর। উজ্জ্বল দাগহীন ত্বক পেতে কী করবেন?

চন্দনের প্যাক : আপনার ত্বকে নিয়মিত চন্দনের প্রলেপ লাগান। তাহলেই ত্বকের বলিরেখা, দাগ-ছোপ আস্তে আস্তে মিলিয়ে যাবে। ত্বক একদিকে যেমন কোমল হয়ে উঠবে, তেমনই উজ্জ্বল দেখাবে। চন্দনের প্যাক র‍্যাশজনিত ইরিটেশন উপশমেও দারুণ কার্যকর। এই প্যাকটি ব্রণ নিরাময়ের জন্যও আদর্শ।

লেবু মধু : মুখের তাৎক্ষণিক উজ্জ্বলতা বাড়ায় লেবু আর মধুর মিশ্রণ। আধ চা-চামচ লেবুর রস আর এক চা- চামচ মধু একসঙ্গে মিশিয়ে, মিশ্রণটি মুখে, হাতে, গলায় লাগান। মিনিট পনেরো রাখার পর ঠান্ডা জল দিয়ে ভালো ভাবে পরিষ্কার করে নিন। নিয়মিত লেবু-মধুর ব্যবহার ত্বককে লাবণ্যময় আর সুন্দর রাখবে।

পরিষ্কার-পরিচ্ছন্ন ত্বক : চিনি আর কমলালেবুর রসের মিশ্রণ হাতে লাগিয়ে হালকা ভাবে ঘষে, মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ঠান্ডা জলে ভালো ভাবে ধুয়ে নিন। এতে ত্বকের মৃতকোশ দূর হবে আর ত্বকও ঝকঝকে হবে।

রূপচর্চায় আধুনিক পদ্ধতি : বিজ্ঞানের উন্নতির সুফল মিলছে রূপচর্চাতেও। যার হাত ধরে সেলিব্রিটিরা আরও আকর্ষণীয় এবং সুন্দর হয়ে উঠছেন। অবশ্য শুধু সেলিব্রিটিরাই কেন সাধারণ মধ্যবিত্তরাও তাদের সাধ্য অনুযায়ী সাধ মিটিয়ে নিচ্ছেন। বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে যার মাধ্যমে ত্বকের উপরিভাগের মৃতকোশ দূর করে এক লহমায় সতেজতা ফিরিয়ে, ত্বককে উজ্জ্বল করা সম্ভব। লেজার টোনিং-এর কার্যকারিতাও চোখে পড়ার মতো। এটিতে ত্বক হয়ে ওঠে টানটান এবং বলিরেখামুক্ত। সতেজতাপূর্ণ আকর্ষণীয় লুক পেতে জুবেডার্ম-এর মতো ফিলার্স-এর গ্রহণযোগ্যতাও কম নয়। অতিরিক্ত ঢোকা চোখের ক্ষেত্রেও এই ফিলার্স ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের অন্যান্য সমস্যার পাশাপাশি স্ট্রেস বা মাত্রাতিরিক্ত কাজের প্রেশারের কারণে চোখের নীচে কালো দাগ দূর করতেও এটি অতুলনীয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...