উজ্জ্বল ও ঝলমলে শরীর কে না চায়, কিন্তু পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে শরীর দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারে না, যার কারণে ত্বক কখনও শুষ্ক, তৈলাক্ত, প্রাণহীন হয়ে পড়ে আবার ট্যানিং-এর সমস্যাও দেখা দেয় ত্বকে।

গ্রীষ্মকালে পুরো শরীরের রং এক রকম হয় না। ত্বকের কোথাও কালো প্যাচেস তৈরি হয়, কোথাও ত্বকে রোদে ট্যানিং হয়ে যায়। দীর্ঘ সময় এসি-তে বসে থাকলে ত্বকের ময়েশ্চারাইজার কমে যায়, যা ত্বককে শুষ্ক করে তোলে। এমন পরিস্থিতিতে বডি পলিশিং করে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক Body Polishing সম্পর্কে বিস্তারিত:

 কী কী ব্যবহার করা হয়

Body Polishing করার ক্ষেত্রে পুরো শরীর পলিশ করা হয়। এর জন্য বিশেষ উপাদান ব্যবহার করা হয়, যেমন বডি ক্রিম, বডি অয়েল, বডি সল্ট, বাম, বডি প্যাক, এক্সফলিয়েশন ক্রিম ইত্যাদি।

বডি স্ক্রাবও পলিশ করার একটি অংশ। এটি ত্বকের ছিদ্রগুলির ময়লাও পরিষ্কার করে। ফলের তেল, ফলের বীজের টুকরো বা ওটমিল দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের রং উন্নত করতে সহায়ক।

এগুলি ছাড়াও কিছু বিশেষ ফুলের রস শরীরে প্রয়োগ করা হয়। ফুলের রসে অর্কিড ফুলের রস, বিশেষভাবে ব্যবহৃত হয়। এটি শরীরের উপর ওষুধ হিসাবে কাজ করে, কারণ এটি ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি নিরাময় করে। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা, তাই এটি শরীরের উপর কোনও বিরূপ প্রভাব ফেলে না।

পলিশ করার প্রক্রিয়া

বডি পলিশ করার সময় প্রথমে শরীরের স্বাভাবিক ক্লিনজিং করা হয়। এরপর পুরো শরীর স্ক্রাব করা হয়। এই স্ক্রাবটি মুখে ব্যবহৃত স্ক্রাব থেকে নরম হয় এবং খুব হালকা হাত দিয়ে শরীরের উপর লাগানো হয়। এটি শরীরের মৃত চামড়া দূর করে শরীর পরিষ্কার করে। এর পরে স্টিমার দিয়ে স্টিম দেওয়া হয়। স্টিম করার পর, লেবু বা সবজির রস, পেঁপে, টমেটো, কমলালেবু ইত্যাদি দিয়ে শরীরে মাসাজ করা হয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...