করোনার কারণে আরও বহু সেক্টর-এর মতোই, বিরাট ধাক্কা লেগেছে বিনোদনের জগতেও৷ বলিউডের বহু ছবিরই মুক্তি পিছিয়ে গিয়েছে। বহু ছবি হলে মুক্তি সম্ভব না দেখে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতেই মুক্তি পেয়েছে। কিন্তু 'সূর্যবংশী'-কে কোনও ভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিতে রাজি ছিলেন না পরিচালক রোহিত শেট্টি।
সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কইফ৷ কিন্তু সেটাই একমাত্র কারণ নয় ছবিটির আলোচনায় উঠে আসার৷ বস্তুত 'সূর্যবংশী' ছবির স্টান্ট দৃশ্য এবং লার্জার দ্যান লাইফ দৃশ্য একমাত্র বড়ো পর্দাতেই দর্শককে আকর্ষণ করবে বলে মনে করেছেন রোহিত শেট্টি।তাই তিনি অপেক্ষায় ছিলেন, এবং জেদ ধরেছিলেন-- ছবি যদি মুক্তি দিতেই হয়, তবে বড়ো পর্দাতেই দেবেন৷
বলিউড সূত্রে খবর, সিনেমা হল খোলার নির্দেশে বেশ খুশি হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তবে তখনও ছবি মুক্তি সম্ভব কিনা তা ঠিক করা যায়নি। সে কারণে ফের পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। নির্মাতা ও পরিবেশকদের একাধিক আলাপ আলোচনার পর, শেষ পর্যন্ত ছবির মুক্তি নিয়ে আশাবাদী গোটা টিম। বিগ বাজেটের এই সিনেমাটি এ বছরের ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। যদিও মাল্টিপ্লেক্সে নয়, সূর্যবংশী মুক্তি পাবে সিঙ্গল স্ক্রিনগুলিতেই।
এই সিনেমায় অক্ষয়কে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া একটি অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিং-কে। এর আগে অজয় পরিচালক রোহিত শেঠির ‘সিংঘম’ ও রণবীর ‘সিম্বা’ সিনেমায় অভিনয় করেন।এই ছবি, রোহিত শেঠির আগের দুটি সিনেমা ‘সিম্বা’ ও ‘সিংঘম’-এর গল্পের সূত্র ধরেই নির্মাণ করা হয়েছে। এই সিনেমাতেও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মুম্বই পুলিশের পরাক্রমের গল্প তুলে ধরা হবে।
ছবিটির মুক্তির খবরে বেশ খুশি অক্ষয়কুমার৷সম্প্রতি তিনি টুইট করে ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন৷ সেই টুইট-বার্তায় তিনি লেখেন,‘আ রাহা হ্যায় পুলিশ’, যার বাংলা অর্থ হল পুলিশ আসছে। এই টুইট-এর আড়ালে সংকেত স্পষ্ট যে, এবার পুলিশের চরিত্রেই তিনি কাঁপাতে চান বলিউড ৷