রিমা লাম্বা নামটা শুনলে হয়তো অনেকেই তাঁকে চিনতে পারবেন না৷ ‘জিনা সির্ফ মেরে লিয়ে’ ছবির মাধ‍্যমে বলিউডে পা রাখেন তিনি।বলিউডে সাফল্য পাওয়ার তাগিদে নিজের আসল নামটা ত্যাগ করেছিলেন তিনি।বহু পুরুষের হার্টথ্রব একদা বলিউডের ‘সেক্স সিম্বল’ মল্লিকা শেরাওয়াত৷ সেই মল্লিকা শেরাওয়াত এবার কলকাতায় আসছেন নতুন ভাবে নিজের অভিনয়-জীবন শুরু করতে।

একসময়ে বলিউডে একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করলেও, বিগত কয়েক বছর ধরে আর বড়োপর্দায় দেখা মিলছিল না মল্লিকা শেরাওয়াতের৷ অথচ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘মার্ডার’, ‘প্যায়ার কে সাইড এফেক্টস’, ‘খোয়াইশ’-এর মতো ছবিতে এখনও জ্বলজ্বল করছে তাঁর চরিত্রগুলি৷ কখনও ফিলমি পত্রকার পাতায় তাঁর লাস্যময়ীর শরীরী বিভঙ্গ, তো কখনও ইমরান হাশমির বিপরীতে পর্দাজোড়া তাঁর বোল্ড দৃশ‍্যে অভিনয়৷ এককথায় তাঁর জন্য একসময় পাগল ছিলেন দর্শকরা। সেই অভিনেত্রীই এবার কলকাতায় আসছেন ওয়েব সিরিজের শুটিংয়ে এবং পরিচালনায় এক বঙ্গতনয়, সৌমিক সেন। এই প্রথম কোনও ওয়েব সিরিজের কাজে হাত দিয়েছেন তিনি।এই ওয়েব সিরিজেই ‘মার্ডার’ খ্যাত অভিনেত্রী নাকি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে।

সৌমিক বাঙালি হলেও বেশির ভাগটাই থাকেন বলিউডে৷ সেখানেই বেশ কিছু সিনেমা করে ফেলেছেন ইতিমধ্যেই। ‘গুলাব গ্যাং’, ‘স্কাইফায়ার’, ‘হোয়াই চিট ইন্ডিয়া’র মতো ছবির পরিচালক তিনিই। বছর দুয়েক আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর জীবনকাহিনি অবলম্বনে এনআইডিয়াস প্রযোজিত ছবি ‘মহালয়া’ পরিচালনা করেন তিনি৷ বাঙালি দর্শদের মনে বেশ ভালোই সাড়া ফেলেছিল এই ছবি।  অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভাশীয় মুখোপাধ্যায়ের মতো একাধিক অভিনেতা।

একটি সূত্র থেকে জানা যাচ্ছে, সৌমিক সম্প্রতি কলকাতায় ফিরেছেন। তাঁর ওয়েব সিরিজের সিংহভাগই শুটিং হবে কলকাতা এবং শহরতলীতে। আর সেখানেই অভিনয় করছেন মল্লিকা শেরাওয়াত। শুটিংয়ের বেশিরভাগটাই যেহেতু কলকাতাতেই হচ্ছে, তাই এই ওয়েব সিরিজে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও কিছু প্রতিষ্ঠিত শিল্পিকে দেখতে পাওয়া যাবে, তেমনটাই আশা করা যাচ্ছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...